For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহভঙ্গ! বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা পরেই ফের তৃণমূলে ফিরলেন পঞ্চায়েত সদস্যরা

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুগলির চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত ১৭ সদস্য। তারপর ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুগলির চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত ১৭ জন সদস্য। তারপর ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দলত্যাগীদের তৃণমূলে ফিরিয়ে মুকুল রায়কে মোক্ষম বার্তা দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গা বাঁচাতে দল ছেড়ে নাটক

গা বাঁচাতে দল ছেড়ে নাটক

অভিষেক বলেন, মুকুল রায় নিজে গা বাঁচাতে দল ছেড়েছেন। তৃণমূলে তাকাকালীন দলবদলের নাটক করিয়ে বিভ্রান্ত করেছেন অনেকবার, এখন বিজেপিতে গিয়েও তিনি নাটক করছেন। দলে নম্বর বাড়াতে তিনি মিথ্যা তথ্য পরিবেশন করছেন বলেও অভিযোগ করেন অভিষেক। তারপর সদস্য়জের সঙ্গে নিয়ে তিনি বলেন, চাঁপাডাঙা ও খানপুর পঞ্চায়েত তাঁদের দখলেই রয়েছে।

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই

চাঁপাডাঙা ও খানপুর তৃণমূলেরই
মঙ্গলবার মুকুল রায় ঘোষণা করেন, হুগলির আরামবাগের দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। খানপুর ও চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে। এই খবরকে মিথ্যা বলে এদিন ব্যাখ্যা করেন অভিষেক। তারপর বলেন ওই পঞ্চায়েত তৃণমূলের দখলেই রয়েছে। এরপরই তিনি সিংহভাগ সদস্য তাঁদের সঙ্গে আছেন বলে দাবি করেন।

৪৮ ঘণ্টার চ্যালেঞ্জে ২৪ ঘণ্টাতেই সফল

৪৮ ঘণ্টার চ্যালেঞ্জে ২৪ ঘণ্টাতেই সফল

মুকুলের উদ্দেশ্যে অভিষেক বলেন, আপনি বলছেন ১৭ জন বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে সাংবাদিক সম্মেলনে কেন মাত্র ৪ জন? এরপর মুকুল রায়কে উদ্দেশ্য করে অভিষেকের উক্তি, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা ফের তৃণমূলে ফিরে এসেছে। ২৪ ঘণ্টাতেই মোহভঙ্গ হয়েছে বিজেপিতে। বাকিতা বিজেপিতে যায়নি তৃণমূলেই আছেন।

English summary
Abhishek Banerjee demands Panchayat members all come back in TMC leaving BJP within 24 hours. Abhishek says Mukul Roy tells false information.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X