For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষকে বহিষ্কারের দাবি, একেবারে মোদী-শাহর কাছে ‘আবেদন’ অভিষেকের

শীতলকুচি-কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বহিষ্কারের দাবি তুললেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় চাকদহে জনসভা থেকে দিলীপ ঘোষকে বহিষ্কারের জন্য অমিত শাহের কাছে আর্জি জানালেন তিনি।

Google Oneindia Bengali News

শীতলকুচি-কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বহিষ্কারের দাবি তুললেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় চাকদহে জনসভা থেকে দিলীপ ঘোষকে বহিষ্কারের জন্য অমিত শাহের কাছে আর্জি জানালেন তিনি। রবিবার বরানগরের জনসভা থেকে দিলীপ ঘোষ যে হুঙ্কার ছেড়েছেন, তার পরিপ্রেক্ষিতেই বরখাস্ত দাবি।

বাড়াবাড়ি করলে শীতলকুচির মতো অবস্থা হবে

বাড়াবাড়ি করলে শীতলকুচির মতো অবস্থা হবে

দিলীপ ঘোষ বরানগরের সভা থেকে রবিবার বলেন, কেউ যদি বাড়াবাড়ি করে তবে শীতলকুচির মতো অবস্থা হবে। রাজ্যের জায়গায় জায়গায় শীতলকুচি হবে। শীতলকুচিতে চারজন নিহতকে তৃণমূল দলীয় কর্মী হিসেবে দাবি করেছে। আর দিলীপের কথায়, দিদির দুষ্টু ছেলেরাই শীতলকুচিতে গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না।

অবিলম্বে বরখাস্ত করা উচিত দিলীপ ঘোষকে

অবিলম্বে বরখাস্ত করা উচিত দিলীপ ঘোষকে

দিলীপ ঘোষের এই জায়গায় জায়গায় শীতলকুচি হবে মন্তব্যের সমালোচনা করে অভিষেক বলেন, এই ঘটনার ধিক্কার জানানো উচিত দলমত নির্বিশেষে সকলের। তা না করে তিনি বলছেন জায়গায় জায়গায় শীতলকুচি হবে। মুখে কোনও প্রতিবাদে ভাষা নেই, কোনও সমবেদনা নেই, সর্বদাই প্রতিহিংসার ভাষা। তাই অবিলম্বে বরখাস্ত করা উচিত দিলীপ ঘোষকে।

প্রমাণ করুন দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নন!

প্রমাণ করুন দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নন!

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অমিত শাহকে বলব, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অুরোধ করব, আপনাদের মধ্যে যদি ন্যূনতম মানবতা থাকে, বিবেকবোধ থাকে তবে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করুন। মানুষের কাছে প্রমাণ করুন আপনি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তীক্ষ্ণ কটাক্ষ করেন

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তীক্ষ্ণ কটাক্ষ করেন

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তীক্ষ্ণ কটাক্ষ করেন। অভিষেক লেখেন, 'ক্ষমতার প্রতি বিজেপির লোভ তাদের অন্ধ করেছে। অন্তত নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ থাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মানুষদের কাছে যাওয়া থেকে ৩ দিন রোখা যাবে। তবে মানুষের মন থেকে কীভাবে তাঁকে সরাবে কমিশন?'

English summary
Abhishek Banerjee demands for expel of Dilip Ghosh after his Shitalkuchi-comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X