For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রাম নাম সত্য হ্যায়’! বিজেপিকে মিষ্টিমুখে জবাব দিতে নয়া দিশা দিচ্ছেন অভিষেক

লোকসভা ভোটের আগে থেকেই বাংলায় ‘জয় শ্রীরাম’ রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। ‘জয় শ্রীরাম’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলায় জেলায়। বিজেপির এই হাতিয়ারকে ভোঁতা করে দিতে এবার পরিকল্পনা নিল তৃণমূল।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে থেকেই বাংলায় 'জয় শ্রীরাম' রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। 'জয় শ্রীরাম' নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলায় জেলায়। বিজেপির এই হাতিয়ারকে ভোঁতা করে দিতে এবার পরিকল্পনা নিল তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক শিখিয়ে দিলেন 'জয় শ্রীরাম'কে ভোঁতা করে দেওয়া রাস্তা।

জয় শ্রীরামের পাল্টা রাম নাম সত্য হ্যায়

জয় শ্রীরামের পাল্টা রাম নাম সত্য হ্যায়

দক্ষিণ ২৪ পরগনার এক কর্মশালা থেকে অভিষেক বলেন, যিনি জয় শ্রীরাম বলবেন তাঁকেই মিষ্টি খাইয়ে বলে দিন ‘রাম নাম সত্য হ্যায়'। তাহলে আর কেউ জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপনার দিকে এগিয়ে আসবে না। সম্প্রতি রাজ্যজুড়ে জয় শ্রীরাম কার্ড ফেলছেন বিজেপিকর্মীরা। বিজেপির সেই তুরুপের তাস বিনষ্ট করাই এখন লক্ষ্য তৃণমূলের।

জয় শ্রীরাম বললেই মিষ্টিমুখ করান বিজেপিকে

জয় শ্রীরাম বললেই মিষ্টিমুখ করান বিজেপিকে

তিনি অভিযোগ করেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে বাংলা ভাগ করার চেষ্টা চালাচ্ছে। শান্তির প্রেক্ষাপটেই উন্নয়নকে হাতিয়ার করে বিজেপির অভিসন্ধি বিনষ্ট করে দিতে হবে। তাই জয় শ্রীরাম বললে এবার পাল্টা রাম নাম সত্য হ্যায় বলুন। তার আগে মিষ্টিমুখ করাতে ভুলবেন না, তাহলেই সবাই চুপ হয়ে যাবে।

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে

উল্লেখ্য, বিগত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০১৯ লোকসভায় বিজেপিকে ফিনিশ করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে ২০২১-এর লক্ষ্যমাত্রা স্থির করতে তৎপর তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মিসভা থেকে তাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় বার্তা দিলেন।

জনসংযোগের যাত্রা করার বার্তা অভিষেকের

জনসংযোগের যাত্রা করার বার্তা অভিষেকের

দলীয় কর্মিসভা থেকে অভিষেক স্থির করে দেন দলের আন্দোলনের অভিমুখ। তিনি জনসংযোগের যাত্রা করার বার্তা দিয়ে ২১ জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন-ভাবনা রাজ্যবাসীর সামনে তুলে ধরার কথা বলেন। তিনি রাজ্যে গণতন্ত্র ফেরত আনার আর্জি জানান। বলেন, ইভিএম নয়, ব্যালটে ভোট করাতে হবে। তাহলেই প্রকৃত জনমত সামনে আসবে।

যেখানে হেরেছেন সেখানেও কাজ করুন

যেখানে হেরেছেন সেখানেও কাজ করুন

তিনি দলীয় কর্মীদের নির্দেশে দিয়েছেন, সবার জন্য কাজ করতে হবে। যেখানে আমাদের ফল ভালো হয়েছে, সেখানে শুধু কাজ হবে, আর যেখানে তৃণমূল কংগ্রেস জেতেনি সেখানে কাজ হবে না, এই নিয়ম চলবে না। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, দলের দরজা তাঁদের জন্যও খোলা রয়েছে। উন্নয়নের স্বাদ থেকে কেউ য়ে বঞ্চিত না হয় সেজিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অতন্দ্র প্রহরীর মতো গড় রক্ষা করতে হবে

অতন্দ্র প্রহরীর মতো গড় রক্ষা করতে হবে

বুথের ফলাফল নিয়ে অভিষেক বলেন, যেখানে আমরা আশানুরূপ ফল করতে পারিনি সেখানে রিভিউয়ের প্রয়োজন। পর্যালোচনা করে সেইসব বুথে দলকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের নিতে হবে। অতন্দ্র প্রহরীর মতো গড় রক্ষা করতে হবে। সৈনিকের মতো লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহারণ দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ২৩টি জেলায় ছুটে বেড়াতে পারেন, তাহলে আপনারা একটা বুথ কেন চষে বেড়াতে পারবেন না।

English summary
Abhishek Banerjee counters BJP’s joy Sriram by Ram nam sach hay. Abhishek creates news path for victory in 2021 from 21 July. He orders to party worker to fight in booth by booth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X