For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক বাঙালি ডাক দিয়েছেন ‘দিল্লি চলো’, মমতাকে নেতাজির পাশে বসালেন অভিষেক

বাংলা থেকে ফের দিল্লি চলোর ডাক দিয়েছেন এক বাঙালি। সেই ডাকেই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে ব্রিগে়ডে সম্মিলিত দেশের একাধিক রাজ্যের নেতা-নেত্রীরা।

Google Oneindia Bengali News

বাংলা থেকে ফের দিল্লি চলোর ডাক দিয়েছেন এক বাঙালি। সেই ডাকেই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে ব্রিগে়ডে সম্মিলিত দেশের একাধিক রাজ্যের নেতা-নেত্রীরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ব্রিগেডের প্রস্তুতি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ৮০ বছর আগে নেতাজির দিল্লি চলো ডাকের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে।

পথ প্রশস্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

পথ প্রশস্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, আরও এক বাঙালি দিল্লি চলো ডাক দিয়েছেন। ৮০ বছর পর আরও এক বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো ডাককে সফল করতে হবে। এদিন দেশ রক্ষায় বিজেপি হটাওয়ের ডাক দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ভাবে বিজেপিকে হারাতে হবে। সেই লক্ষ্যেই ব্রিগেড সমাবেশ থেকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজির সঙ্গে তুলনা মমতার

নেতাজির সঙ্গে তুলনা মমতার

অভিষেক বলেন, ৮০ বছর আগে যিনি দিল্লি চলো ডাক দিয়েছিলেন, তাঁর বাসস্থান ছিল দক্ষিণ কলকাতায়। আর আজকে যিনি দিল্লি চলো ডাক দিয়েছেন, তাঁর বাসস্থানও দক্ষিণ কলকাতায়। আগের জনও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। এবার দিল্লির ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তাঁর হাতে ৪২-এ ৪২টি আসন তুলে দিতে হবে। সেটাই আমাদের লক্ষ্য।

৪২-এ ৪২ আসন পাবে তৃণমূল

৪২-এ ৪২ আসন পাবে তৃণমূল

অভিষেক বলেন, বাংলায় ৪২-এ ৪২ আসনেই জিতবে তৃণমূল। মানুষ তৃণমূলকে জেতাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূলকে জেতাবে। কারও ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে তিনি প্রতিযোগিতায় নামার চ্যালেঞ্জ দেন। বলেন, প্রতিযোগিতা করুন, কিন্তু জিতব আমরাই। কারণ মানুষ আমাদের সঙ্গে আছেম, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছেন।

মোদীর মতো প্রচার সর্বস্ব নন মমতা

মোদীর মতো প্রচার সর্বস্ব নন মমতা

অভিষেক বিজেপিকে নিশানায় আরও বলেন, নরেন্দ্র মোদী সরকার যে সমস্ত কথা বলে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল, তার কিয়দংশ করতে পারেনি। উল্টে নিজের প্রচারে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন। আর বিদেশ ভ্রমণে দু-হাজার কোটি টাকা খরচ করেছেন। অপরদিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রচার করতে হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়ন করেছেন।

English summary
Abhishek Banerjee compares Mamata Banerjee with Netaji. He says Mamata Banerjee defeat Narendra Modi in Loksabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X