For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে ২১ শে জুলাই সমাবেশ আরও বড়? জরুরি বৈঠক ডাকলেন অভিষেক

লোকসভার আগে ২১ শে জুলাই সমাবেশ আরও বড়? জরুরি বৈঠক ডাকলেন অভিষেক

  • |
Google Oneindia Bengali News

সামনেই লোকসভা নির্বাচন! হাতে আর মাত্র দুটি বছর। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে বিজেপিকে প্যাঁচে ফেলতে ইতিমধ্যে একাধিক বিজেপিশাসিত রাজ্যে নিজেদের দলকে মজবুত করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চলছে। এই অবস্থায় সামনেই ২১-এ জুলাই। গতবার জুলাইয়ের মঞ্চ থেকে সমস্ত মোদী বিরোধী শক্তিকে একজোট হওয়ার আহ্বান করেছিলেন মমতা। এমনকি একাধিক রাজ্যে মমতার বক্তব্যও শোনানো হয়। তবে এবার ২১ শে জুলাই নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে তৃণমূলের। এমনটাই খবর। আর সেদিকে তাকিয়ে প্রস্তুতি শুরু করে দিল শাসকদল।

 জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবারও সামনেই ২১শে জুলাই। এই অবস্থায় জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্বকে তলব করা হয়েছে। অভিষেক ছাড়াও এই বৈঠকে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এছাড়াও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা তৃণমূলের সভাপতি, সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ককেও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। মূলত ২১শে জুলাই-য়ের প্রস্তুতি নিয়েই এই বৈঠক বলে জানা যাচ্ছে।

ধর্মতলাতে ফিরছে জুলাইয়ের সমাবেশ?

ধর্মতলাতে ফিরছে জুলাইয়ের সমাবেশ?

গত দুবছর করোনার জন্যে ২১ শে জুলাই করা যায়নি। অনলাইনের মাধ্যমেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার করোনা সংক্রমণ অনেকটাই কম। গিত ২৪ ঘন্টায় সংক্রমণ ২০০ এর বেশি হলেও নিয়ন্ত্রণেই রয়েছে অবস্থা। সেখানে দাঁড়িয়ে ফের একবার জুলাইয়ের সমাবেশ ধর্মতলাতেই ফিরবে বলেই সূত্রে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল শুক্রবারের বৈঠকেই। ২১শে ফের ক্ষমতায় ফিরলেও সেভাবে বিজয় সমাবেশও করা যায়নি। সেদিকে তাকিয়ে এবার আরও বড় করে সমাবেশ হতে পারে বলেও খবর।

একাধিক রাজ্যে সম্প্রচার

একাধিক রাজ্যে সম্প্রচার

গতবার উত্তরপ্রদেশ, গুজরাত সহ একাধিক রাজ্যে ২১শের জুলাইয়ে মমতার বক্তব্য শোনানোর বন্দোবস্ত করেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন রাজ্যের জন্যে তৈরি সোশ্যাল সাইটের পেজে'র মাধ্যমে তো বটেই, বড় স্ক্রিনেও মমতা বন্দ্যোপাধ্যায়র ভাষন শোনানো হয়। এবারেও তেমনটাই হবে বলেই জানা যাচ্ছে। এমনকি দিল্লিতেও অনলাইনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে। সেখানে বিরোধী দলের একাধিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হবে বলেও জানা যাচ্ছে।

পঞ্চায়েত নির্বাচন-

পঞ্চায়েত নির্বাচন-

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এমনকি এরপরেই লোকসভা নির্বাচন। ফলে সেখানে দাঁড়িয়ে ২১ শে এবার মমতার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন নেত্রী সেদিকেও নজর থাকবে সবপক্ষের।

SSC দুর্নীিত কাণ্ড এবার শান্তি প্রসাদ সিনহার বাড়িতে সিবিআই, জেরা পরিবারের সদস্যদেরওSSC দুর্নীিত কাণ্ড এবার শান্তি প্রসাদ সিনহার বাড়িতে সিবিআই, জেরা পরিবারের সদস্যদেরও

English summary
Abhishek Banerjee calls meeting, discussion on 21st July programmes of TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X