For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়দের ‘ভাগাড়’-নেতার কটাক্ষ অভিষেকের, শুভ্রাংশুকে দিলেন রাজনীতির ‘পাঠ’

শুভ্রাংশুকে পাশে বসিয়েই নিজের প্রাক্তন ‘রাজনৈতিক গুরু’ মুকুল রায়কে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

শুভ্রাংশুকে পাশে বসিয়ে নিজের প্রাক্তন 'রাজনৈতিক গুরু' মুকুল রায়কে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার জঙ্গলমহলে পঞ্চায়েত প্রার্থীর প্রচার সভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভাগাড়ের নেতাদের নিয়ে গিয়ে বাংলার মানুষের কাছে উচ্ছিষ্ট তুলে দিচ্ছে বিজেপি।

মুকুল রায়ের নাম না করেই তিনি আক্রমণ শানান। কার্যত মুকুল রায়কে ভাগাড় থেকে তুলে নিয়ে যাওয়া নেতা বলে আখ্যা দেন। এমনকী মুকুল-পুত্র শুভ্রাংশু মঞ্চে থাকলেও রেয়াত করেননি অভিষেক। তিনি বলেন, আমরা দল থেকে পচা, আবর্জনা, জঞ্জালগুলো ফেলে দিচ্ছি, আর দিলীপবাবুদের দল তাঁদের তুলে নিয়ে যাচ্ছে।

মুকুলকে ‘ভাগাড়’-নেতার কটাক্ষে শুভ্রাংশুকে ‘পাঠ’ অভিষেকের

তাঁর বক্রোক্তি, শুধু ভাগাড় থেকে আমাদের ফেলে দেওয়া নেতাদের তুলে নিয়েই যাচ্ছে না বিজেপি। তুলে নিয়ে যাওয়ার পর কেমিকেল দিয়ে ফ্রিজারে রেখে ফুলিয়ে-ফা্ঁপিয়ে বাংলার মানুষের কাছে মুখ হিসেবে তুলে ধরছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রূপ। ওঁদের নিজেদের সংগঠন বলে কিছু নেই। তৃণমূলের নেতাদের জঞ্জাল থেকে তুলে নিয়ে গিয়ে দল চালাচ্ছে।

এদিনের সভায় অভিষেকের পাশাপাশি শুভ্রাংশুও বিজেপিকে একহাত নেন। শুভ্রাংশু দুদিন আগে প্রথমবার প্রকাশ্যে মুকুল রায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, মুকুল রায়রা কোনওদিন বাংলার মানুষের মন জয় করতে পারবেন না। তারপরই মুকুল-পুত্র শুভ্রাংশুকে পাশে বসিয়ে মুকুল রায়সহ বিজেপি নেতাদের আক্রমণ শানালেন অভিষেক। যা বাংলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণও বটে।

English summary
Abhishek Banerjee, the youth president of Trinamool Congress, attacks BJP leader Mukul Roy. He attacks Mukul Roy when Shubhrangshu Roy is present on his side.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X