For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় ‘বাংলার মীরজাফর’! রাজনৈতিকভাবে তাঁকে শেষ করতে বাজি অভিষেকের

প্রকাশ্য জনসভায় এই প্রথম মুকুলের বিরুদ্ধে মুখ খুললেন অভিষেক। কলকাতার মেয়ো রোডে সংহতি দিবসের মঞ্চ থেকে নাম না করেই মুকুল রায়কে চ্যালেঞ্জ ছুড়লেন।

  • |
Google Oneindia Bengali News

দল পরিবর্তন করেই বাংলায় পরিবর্তনের পরিবর্তন চেয়েছিলেন মুকুল রায়। বুধবার কলকাতার মেয়ো রোডে সংহতি দিবসের মঞ্চ থেকে নাম না করেই মুকুল রায়ের সেই কথার কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এদিন মুকুল রায়কে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন। নাম না করে মুকুল রায়কে 'বাংলার মীরজাফর' বলে আখ্যায়িত করলেন তিনি।

মুকুল রায় ‘বাংলার মীরজাফর’! রাজনৈতিকভাবে তাঁকে শেষ করতে বাজি অভিষেকের

সংহতি দিবসের মঞ্চে মুকুল রায়কে আক্রমণ করে অভিষেক বলেন, 'যিনি পরিবর্তনের পরিবর্তন চেয়েছেন, তিনি আজ পর্যন্ত একটি লোকসভা আসনেও জিততে পারেননি। তাঁর নাম মুখে এনে এই মহতী সভা আমি কলুষিত করতে চাই না। তবে তাঁকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ২৯৪টি আসনের যে কোনও একটি আসন বেছে নিন। সেই আসন থেকে তিনি যদি জিতে আসতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।'

অভিষেক বলেন, 'উন্নয়নই আমাদের প্রধান অস্ত্র। তৃণমূলকে যত আক্রমণ করবে, ততই বলিষ্ঠ হবেন তাঁরা। সোনার বাংলায় উন্নয়নের জোয়ার চলছে। কিন্তু বাংলায় নতুন সূর্যের উদয় হয়েছে যে বাংলায় সেখানে পরিবর্তন আনবেন কে? বাংলার মীরজাফর? বাংলার মানুষ তাঁকে মেনে নেবেন না না। সঠিক সময়েই তাঁকে জবাব দেবে এই বাংলা।

উল্লেখ্য, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরই ধর্মতলার মঞ্চ থেকে অভিষেককে আক্রমণ করেছিলেন। বিশ্ববাংলা ও জাগো বাংলার স্বত্ত্ব নিয়ে অভিষেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি কাগজ দেখিয়ে অভিযোগ করেছিলেন, 'বিশ্ববাংলা সরকারের নয়, বিশ্ববাংলার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী জাগো বাংলার মালিকও তিনি।'

মুকুলের সেই অভিযোগের রাজনৈতিকভাবে জবাব দেননি অভিষেক। তিনি আইনি পথেই এই অভিযোগের মোকাবিলা করতে উৎসাহী। সেইমতো আদালতেই গড়িয়েছে বিশ্ববাংলা যুদ্ধ। এদিনের মঞ্চে থেকে তাই বিশ্ববাংলা, জাগোবাংলা ও মা-মাটি-মানুষ নিয়ে একটি কথাও তিনি বলেননি।

শুধু মুকুল রায়ের পরিবর্তনের পরিবর্তন চাওয়ার জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়েছেন রাজনৈতিক ময়দানে লড়াইয়ের। আর সেখানেই তিনি মাত হবেন বলে অভিষেকের দাবি। রাজনৈতিকভাবেই মুকুল রায়ের অস্তিত্ব তিনি শেষ করার জন্য বাজিও রেখেছেন। বলেছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন মুকুল রায় যে কোনও একটি আসনে জিততে পারলে।

English summary
TMC youth president Abhishek Banerjee addresses Mukul Roy as Mirjafar of Bengal and gives challenge to win any assembly seat out of 294,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X