For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচবিহারের শীতলকুচিকাণ্ড নিয়ে অভিষেক চড়ালেন সুর, 'সোনার বাংলা' ইস্যুতে কটাক্ষ তুঙ্গে

কোচবিহারের শীতলকুচিকাণ্ড নিয়ে অভিষেক চড়ালেন সুর, 'সোনার বাংলা' ইস্যুতে কটাক্ষ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ দফার ভোট পর্ব শুরু হতেই সকাল থেকে প্রবল একের পর এক মৃত্যুসংবাদ ক্রমেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, কোথাও প্রার্থীকে দেখে আক্রমণ, আবার কোথাও হিংসা। তারই মাঝে নেতা নেত্রীদের মধ্যে তোপ পাল্টা তোপে সরগরম থাকে রাজ্য রাজনীতি।

মমতার তোপ

মমতার তোপ

আগের মতো এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে তোপ দাগেন। সাফ বার্তায় শীতলকুচির ঘটনার পর অমিত শাহের পদত্যাগ দাবি করেন মমতা। এর আগেও নরেন্দ্র মোদীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা তাঁকে বলেন, অমিত শাহকে যেন 'কন্ট্রোল ' করেন মোদী।

সোনার বাংলা নিয়ে কটাক্ষ

সোনার বাংলা নিয়ে কটাক্ষ

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইটে শীতলকুচির ঘটনা নিয়ে ব্যাপক টার্গেট করেন বিজেপিকে। 'সোনার বাংলা' প্রসঙ্গ তুলে অভিষেকের প্রশ্ন অমিত শাহকে। ' এটাই কি পশ্চিমবঙ্গে সোনার বাংলা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি?' পাশপাশি এদিন অভিষেক ৫ জনের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন।

শোকপ্রকাশ করে মোদীর টার্গেটে মমতা

শোকপ্রকাশ করে মোদীর টার্গেটে মমতা

কোচবিহারের বুকে গুলি চালনার ঘটনায় শিলিগুড়িতে বিজেপির জনসভা থেকে মমতাকে টার্গেটে রাখেন মোদী। প্রধানমন্ত্রী জানান, নিরীহ মানুষদের এই মৃত্যু দুঃখ জনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মোদী। এরপরই মোদী বলেন, 'দেশের
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ভোট রুখে দেওয়ার চেষ্টা এসব আপনাকে বাঁচাবে না।'

 প্রশ্ন তুলল তৃণমূল

প্রশ্ন তুলল তৃণমূল

'সাধারণ মানুষকে মারতে কোথা থেকে সাহস পায়?' এই প্রশ্ন সঙ্গে নিয়েই এদিন সুব্রত মুখোপাধ্যায় থেকে সৌগত রায় ও ডেরেক ও ব্রায়ানরা পারদ চড়ান তৃণমূলের তরফে। এমনকি সৌগর রায়ের বক্তব্য এই গোটা ঘটনা 'চক্রান্ত' করে করা হয়েছে। তিতি চাঁচাছোলা ভাষায় জানান, 'আমরা মনে করিনা যে প্রধানমন্ত্রী এই চক্রান্তের বাইরে। '

মমতার পদক্ষেপ

মমতার পদক্ষেপ

বনগাঁর সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামিকাল তিনি কোচবিহারে যাবেন। প্রসঙ্গত, আগামীকাল রাজ্যজুড়েও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন শীতলকুতির ঘটনার সিআইডি তদন্ত হবে বলে জানান মমতা।

অমিত শাহ পদত্যাগ করুন, শীতলকুচি কাণ্ডে তীব্র প্রতিবাদ মমতার, আগামিকালই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রীঅমিত শাহ পদত্যাগ করুন, শীতলকুচি কাণ্ডে তীব্র প্রতিবাদ মমতার, আগামিকালই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

English summary
Abhisehk Banerjee targets BJP over ShitalKuchi incident during West Bengal Fourth phase election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X