For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব-বাংলা কার, পিসির না ভাইপোর! মমতার ‘উত্তর’-এ খিল্লি মান্নান-সুজনদের

বিশ্ববাংলা লোগো বা ব্র্যান্ড সরকার না ব্যবহার করলে তা ফের আমার কাছেই ফিরে আসবে। মমতার এই কথাতেই তীব্র আপত্তি মান্নান-সুজনদের। তাই বিশ্ববাংলা নিয়ে খিল্লি করতে ছাড়লেন না তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ববাংলা প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার নিশানা করলেন বিরোধীরা। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী একযোগে মমতার সমালোচনায় সরব হন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা দাঁড়িয়ে বলেন, বিশ্ববাংলা লোগো ও ব্র্যান্ড আমার তৈরি। আমি সরকারকে দিয়েছি বিনামূল্যে। সরকার না ব্যবহার করলে তা ফের আমার কাছেই ফিরে আসবে।

বিশ্ব-বাংলা কার, পিসির না ভাইপোর! মমতার ‘উত্তর’-এ খিল্লি মান্নান-সুজনদের

[আরও পড়ুন:'দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি', অধীর-মান্নানদের খোঁচা দিয়ে কী বললেন মমতা][আরও পড়ুন:'দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি', অধীর-মান্নানদের খোঁচা দিয়ে কী বললেন মমতা]

মমতার এই কথাতেই তীব্র আপত্তি মান্নান-সুজনদের। তাঁরা বলেন, 'তাহলে কি যতদিন সরকার থাকবে, ততদিনই বিশ্ববাংলা সরকারি সম্পত্তি! তারপরই তা পিসির হয়ে যাবে! এতদিন শোনা যাচ্ছিল বিশ্ববাংলা ভাইপোর। এবার পিসি নিজেই দাবি করলেন বিশ্ববাংলা তাঁর।

বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, 'বিশ্ববাংলার নাম নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর পাপ ঢাকার চেষ্টা করছেন। আজ মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলেন, বিশ্ববাংলা স্বত্ত্ব তাঁর নিজের। তিনি ইচ্ছা করলেই তা তুলে নিতে পারেন। সরকারের সঙ্গে চুক্তি নাকি সেইরকমই। একপ্রকার তিনি স্বীকার করে নিয়েছেন এটি তাঁর পারিবারিক সম্পত্তি।'

বিশ্ব-বাংলা কার, পিসির না ভাইপোর! মমতার ‘উত্তর’-এ খিল্লি মান্নান-সুজনদের

[আরও পড়ুন:স্বপ্ন কখনও বিক্রি হয় না! মুকুলকে নিশানা করতে মোদীর সুরে সুর মেলালেন মমতা ][আরও পড়ুন:স্বপ্ন কখনও বিক্রি হয় না! মুকুলকে নিশানা করতে মোদীর সুরে সুর মেলালেন মমতা ]

সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্ববাংলা তাঁর সম্পত্তি। তাঁর স্বীকারোক্তিতেই স্পষ্ট হয়ে গিয়েছে বিতর্কটা ঠিক কোথায়? এতদিন একটাই জিজ্ঞাস্য ছিল- ওটা সরকারি সম্পত্তি না ভাইপোর সম্পত্তি? ভাইপো নাকি আবার বলেছিলেন, আমি যা করেছি, সব পিসির অনুমোদন নিয়েই। কিন্তু আজ প্রশ্ন দাঁড়াল বিশ্ববাংলা কার? পিসির না ভাইপোর? মুখ্যমন্ত্রী এদিন অযাচিতভাবে প্রসঙ্গ উত্থাপন করে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন।'

English summary
After Mukul Roy opponent leader Abdul Mannan and Sujan Chakraborty attacks Mamata Banerjee in question of Biswa Bangla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X