For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি

পঞ্চায়েতের নির্বাচন দিনক্ষণ ঘোষণার দিনই অনুব্রত মণ্ডলের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে দিল কংগ্রেস। তৃণমূলের জেলা সহ সভাপতি আবদুল হান্নান দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েতের নির্বাচন দিনক্ষণ ঘোষণার দিনই অনুব্রত মণ্ডলের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে দিল কংগ্রেস। তৃণমূলের জেলা সহ সভাপতি আবদুল হান্নান দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। পঞ্চায়েতের আগে ফের ঘরে ফিরে এসে তিনি বার্তা দিলেন তৃণমূলকে। আর বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে না গিয়ে তাঁর ঘরে ফিরে যাওয়াও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি

[আরও পড়ুন:বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে ][আরও পড়ুন:বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে ]

শনিবারই নির্বাচন কমিশন রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। এবার রাজ্যে তিন দফায় পঞ্চায়েত ভোট হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অমরেন্দ্রকুমার সিং। দ্বিতীয় দিনে ভোট শুধুমাত্র দুই জেলায়- মুর্শিদাবাদ ও বীরভূমে। শুধু এই দুই জেলার জন্য আলাদা এক দিনে ভোট করার কথা জানিয়ে নির্বাচন কমিশনার সমস্ত দলকেই বার্তা দিয়েছেন।

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম টার্গেট করেছিলেন বীরভূমকেই। সেই নিরিখে অনুব্রত মণ্ডলের এই জেলার পঞ্চায়েত ভোট এবার বিশেষ গুরুত্বপূর্ণ। বিজেপি অনুব্রতর হাত থেকে জেলার চাবিকাঠি কেড়ে নেওয়ার তোড়জোড় বিগত বেশ কিছুদিন ধরেই শুরু করেছে। এই অবস্থায় নির্বাচন কমিশনও বীরভূম জেলার ভোটকে গুরুত্ব দিচ্ছে বেশি করে।

[আরও পড়ুন: ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ][আরও পড়ুন: ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ]

অনুব্রত মণ্ডলের কাছে এই জেলার নির্বাচন যেমন প্রেস্টিজ ফাইট, তেমনই মুকুল-লকেটদেরও কাছে। তাই এর আগে বীরভূম জেলায় দল ভাঙাভাঙি খেলা শুরু হয়েছিল। মুকুলের হাতে ধরে তৃণমূলের একটা অংশ বিজেপিতে নাম লেখানোর পর ফের অনুব্রতর জাদুতে তাঁরা ফিরে এসেছেন তৃণমূলে। এমন প্রতিদিনই প্রায় দল ভাঙাভাঙি খেলা লেগেছিল জেলায়। এরই মধ্যে ভোটের প্রাকমুহূর্তে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দলত্যাগ একটু হলেও শক্তিক্ষয় করবে অনুব্রত মণ্ডলের দলের। তৃণমূলের এই শক্তিক্ষয়ে খুশি বিজেপিও। সেই নিরিখে এই জেলার ভোটে এবার বিশেষ নজর থাকছে সমস্ত মহলেরই।

[আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ][আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ]

English summary
Abdul Hannan, birbhum district vice president of Trinamool Congress joins in Congress. He joins in Congress at Murarai of Bibbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X