For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীরের মুর্শিদাবাদে নয়া সমীকরণের বার্তা আব্বাসের! নবাব-গড়ে লড়াই এবার চতুর্মুখী

অধীরের মুর্শিদাবাদে নয়া সমীকরণের বার্তা আব্বাসের! নবাব-গড়ে লড়াই এবার চতুর্মুখী

Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে নবাব-গড়ের আসন্ন ভোটে নতুন সমীকরণের বার্তা দিলেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। সংযুক্ত মোর্চার জোট শরিক আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকির দ্ব্যর্থহীন ভাষায় নিশানা করেন অধীর চৌধুরীকে। তাঁর এই বর্তার পর মুর্শিদাবাদের ভোটে তৈরি হয়েছে নয়া সমীকরণ।

মুর্শিদাবাদে এবার লড়াই চতুর্মুখী!

মুর্শিদাবাদে এবার লড়াই চতুর্মুখী!

অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ এনে আব্বাস সিদ্দিকি স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদে অন্তত জোট হচ্ছে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে কার্যত যুদ্ধই ঘোষণা করে আব্বাস সিদ্দিকি বুঝিয়ে দিলেন মুর্শিদাবাদে এবার লড়াই চতুর্মুখী। অর্থাৎ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জোট শরিক কংগ্রেস ও আইএসএফ পৃথকভাবে লড়বে।

কংগ্রেস ও আইএসএফ সম্মুখ সমরে

কংগ্রেস ও আইএসএফ সম্মুখ সমরে

আব্বাস সিদ্দিকির নতুন দল আইএসএফ এবার বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বাংলার বিধানসভা নির্বাচন লড়তে সম্মত হয়েছিল। কিন্তু ব্রিগেডের মঞ্চ থেকেই বোঝায় যায়, কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোট সর্বসম্মত হয়নি। ফলে সংযুক্ত মোর্চার দুই দল বহু ক্ষেত্রে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে এবার।

কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধেছে আইএসএফ

কংগ্রেসের বিরুদ্ধে কোমর বেঁধেছে আইএসএফ

আইএসএফ কংগ্রেসের আসনে ভাগ বসাতে চেয়েছিল। কংগ্রেসের শক্তিশালী আসন আইএসএফ দাবি করায় টানাপোড়েন শুরু হয়। তার নিষ্পত্তি হয়নি ভোট শেষ হতে চললেও। শেষ দুই দফায় মালদহ ও মুর্শিদাবাদের ভোটে দুই দল মুখোমুখি হতে চলেছে। সংযুক্ত মোর্চার এক শরিক আইএসএফ এবার কোমর বেঁধেই নামছে কংগ্রেসের বিরুদ্ধে।

অধীর-বিজেপির গোপন আঁতাতের প্রশ্নে

অধীর-বিজেপির গোপন আঁতাতের প্রশ্নে

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করেন আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির। মুর্শিদাবাদে অনুন্নয়নের জন্য কংগ্রেসকে দায়ী করে আব্বাসের অভিযোগ, আমরা তো মনে হয় অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে গোপন আঁতাত রয়েছে বিজেপির।

শুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের! নবাব-গড়ে ভোটের মুখে জমজমাট তরজাশুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের! নবাব-গড়ে ভোটের মুখে জমজমাট তরজা

অধীর বনাম আব্বাসের যুদ্ধও নজরকাড়া

অধীর বনাম আব্বাসের যুদ্ধও নজরকাড়া

আব্বাস আইএসএফ প্রার্থীদেরই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী বলে দাবি করেন। অর্থাৎ বামফ্রন্টকে তাঁর সঙ্গে টানার চেষ্টা করেন। বামেরাও এর ফলে সমস্যা পড়বে কংগ্রেস না আইএসএফ কাকে তারা বেছে নেন, তার উপরও ভোট সমীকরণ নির্ভর করবে মুর্শিদাবাদে। বিজেপি বনাম তৃণমূল যুদ্ধের পাশাপাশি নবাব-গড়ে অধীর বনাম আব্বাসের যুদ্ধও তাই নজরকাড়া এবার।

English summary
Abbas Siddiqui gives message of new equation with Adhir Chowdhury’s understanding with BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X