দল ঘোষণা করেই মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন আব্বাস সিদ্দিকির
শিক্ষক-শিক্ষিকাদের সম্মান প্রদান করা এবং ছাত্র-ছাত্রীরা যাতে সকল প্রকার সুযোগ-সুবিধা পায় এই দাবি সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে সল্টলেক সিটি সেন্টারের কাছে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা অবস্থান বিক্ষোভ করেছে। আজ সন্ধ্যায় সেখানে আসেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। এই ঠান্ডার মধ্যে শিক্ষক-শিক্ষিকারা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে এবং তারা কি অবস্থায় আছে দেখতে আসেন তিনি।

আব্বাস সিদ্দিকি জানান, ন্যায্য দাবি দাওয়া নিয়ে তাদের যে আন্দোলন চলছে এই আন্দোলনে সমর্থন জানাচ্ছে এবং পরবর্তীকালে শিক্ষক -শিক্ষিকাদের পাশে থেকেই তিনি আন্দোলন করবেন। বর্তমান রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু সেই মতো কোনো কাজ তিনি করেননি। এই সরকারের বঞ্চনা, অন্যায়ের প্রতিবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষিকাদের পাশে থেকে আন্দোলন করবেন আব্বাস সিদ্দিকি এমনটাই জানালেন তিনি।
প্রসঙ্গত এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন করে নতুন দলের নাম ঘোষণা করেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। দলের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাঁর দল সকলের অধিকারের জন্য লড়বে বলেও দাবি করেছেন তিনি।
লোকাল ট্রেনে যেতে যেতে শুনবেন রবীন্দ্র সঙ্গীত, সিদ্ধান্ত পূর্ব রেলের