For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার গড়ে এবার নজর কেজরিওয়াল শিবিরের! বাংলার '২১ এর নির্বাচন ঘিরে কোন ঘুঁটি সাজাচ্ছে আপ

  • |
Google Oneindia Bengali News

দিল্লির রাজেন্দ্র নগরের আম আদমি পার্টি রাঘব চড্ডার সমর্থনে এগিয়ে এসে অরবিন্দ কেজরিওয়াল শিবিরের জন্য দিল্লিকে ভোট করার আপিল জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেকও ব্রায়ান। আর এবার খবর যে মমতা শিবিরের তরফে দিল্লি নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করেছিলেন ডেরেক ও ব্রায়ান, সেই পার্টিই বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে বলে খবর।

২১ এর লক্ষ্যে 'আপ'?

২১ এর লক্ষ্যে 'আপ'?

দিল্লি জয়ের পর এবার বাংলাতেও নজর রাখতে শুরু করেছে কেজরিওয়াল শিবির। আপাতত ২০২১ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে আপ। এমনই কিছু খবর উঠছে রাজনীতির অলিন্দে কান পাতলেই। জানা গিয়েছে, ২১ ভোটের আগে পুরসভা নির্বাচনকে লিটমাস টেস্ট হিসাবে দেখতে শুরু করেছে কেজরিওয়ালের দল।

ঝাড়ুর সঙ্গে ফের 'ফুল' যুদ্ধ!

ঝাড়ুর সঙ্গে ফের 'ফুল' যুদ্ধ!

জানা যাচ্ছে, গেমপ্ল্যানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের পুরসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে আম আদমি পার্টি। আর দিল্লি থেকে 'বড় ফুল' পদ্মকে সরিয়ে দেওয়ার পর বাংলায় ঘাসফুলের সঙ্গেও তুলনামূলক লড়াই আম আদমি পার্টি দিতে পারে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।

ঘর গোছাতে শুরু করেছে আম আদমি পার্টি?

ঘর গোছাতে শুরু করেছে আম আদমি পার্টি?

আম আদমি পার্টি সূত্রের দাবি, তাঁদের জেলার সংগঠন মজবুত করতেই এবার লড়াইয়ে ঝাঁপাতে চাইছেন তাঁরা। আর তার জেরে আপের তরফে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকের সংখ্যা এবার বাড়াতে চলেছেন তাঁরা। আর সেই পথেই তাঁরা ছক সাজাতে শুরু করেছেন।

আপের জনপ্রিয়তা বাড়ছে!

আপের জনপ্রিয়তা বাড়ছে!

আম আদমি পার্টির দাবি, বাংলায় আপের জনপ্রিয়তা বাড়ছে। সেই লক্ষ্যে সংগঠন আরও জোরদার করার দিকে এগিয়ে যেতে চাইছে আপ।আর তার জেরে দিল্লির পর এবার বাকি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে চোখ দিতে চাইছে আম আদমি পার্টি। আর তার জেরেই ধীরে ধীরে ঘর গোচাচ্ছে কেজরি শিবির! জল্পনা থেকেই যাচ্ছে।

আমিমের পর কেজরি কাঁটা?

আমিমের পর কেজরি কাঁটা?

প্রসঙ্গত, আমিমের তরফে এর আগেই বাংলা দখলের ডাক দেওয়া হয়েছিল। যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। দুই শিবির একযোগে মোদী বিরোধী হলেও, বাংলা নিয়ে আপোশে যে অগ্নিকন্য়া রাজি নন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। কিন্তু দিল্লির 'বন্ধু' কেজরিওয়ালও যদি বাংলা নির্বাচনে প্রার্থী দেন , তাহলে তৃণমূল নেত্রী কোনপথে হাঁটেন সেদিকে নজর সকলের।

English summary
Aam Aadmi party to contest in West Bengal poll 2021, here's the details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X