আকাঙ্ক্ষা হত্যাকাণ্ড : একাধিক বিয়ে উদয়নের? দুই বান্ধবীরও খোঁজ মিলছে না
বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি : আকাঙ্ক্ষা শর্মার মতো উদয়নের আরও দুই ঘনিষ্ঠ বান্ধবীও নিখোঁজ। তাঁদেরও কোনও খোঁজ মিলছে না। বাঁকুড়া পুলিশ আকাঙ্ক্ষা হত্যার তদন্তের স্বার্থে ভোপাল পুলিশের কাছে দুই বান্ধবীর ব্যাপারে জানতে চেয়েছিল। কিন্তু ভোপাল পুলিশ সূত্র বাঁকুড়া পুলিশ জানতে পেরেছে, জয়শ্রী ও পূজা নামে দুই বান্ধবীরও কোনও খোঁজ মিলছে না।[একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক উদয়নের, আকাঙ্ক্ষা-হত্যার পর জুটেছিল নতুন বান্ধবীও]
তবে কি আকাঙ্ক্ষার মতোই দশা হয়েছে তাঁদেরও? নাকি জেরার ভয়ে তাঁরা গা ঢাকা দিয়েছে? শুধু উদয়নের এই দুই বান্ধবীই নয়, আকাঙ্ক্ষার এক বন্ধু, যাঁকে ঘিরেই সন্দেহের বশে আকাঙ্ক্ষাকে খুন করা হয়েছে বলে দাবি উদয়নেই, সেই বন্ধু বিকাশেরও কোনও খোঁজ নেই।[আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে নয়া মোড়, উদয়নের ল্যাপটপে প্রেমিকার নগ্ন ছবি!]

উদয়নের ল্যাপটপ ঘেঁটে যে সমস্ত ছবি পাওয়া গিয়েছে, তা থেকে নানা জল্পনা তৈরি হচ্ছে। তারই ভিত্তিতে বাঁকু়ড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সুপার জানিয়েছেন, উদয়নের ল্যাপটপে একাধিক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি পাওয়া গিয়েছে। এ থেকে এমন প্রামান্যও মিলেছে যে, উদয়নের কোনও বৈবাবিহক সম্পর্কও ছিল।[উদয়নের ফ্ল্যাটের দেওয়ালে লাল-নীল কালিতে লেখাগুলি কার?]
শুধু পূজা খাটোয়ানি বা জয়শ্রী নয়, মেহেদি পদবীর দুই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতাও উঠে আসছে উদয়নের ল্যাপটপ থেকে। উদয়ন জেরায় ইতিমধ্যেই পূজার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছে। এই পূজাই নাকি তাঁর ছোটবেলার বান্ধবী বলে দাবি উদয়নের। ক্লাস ফাইভ থেকে পূজার সঙ্গে বন্ধুত্ব তার। আকাঙ্ক্ষা হত্যার পর থেকেই পূজার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছিল বলে জানা গিয়েছে।[আমেরিকান সিনেমা 'ডেভিলস নট'-এর অনুকরণে আকাঙ্ক্ষা খুনের ছক উদয়নের!]
উদয়েনর ফেসবুক প্রোফাইল থেকে যে তথ্য উঠে এসেছে, তাতে মেহেদি পরিবারের দুই মহিলার প্রোফাইল আসল বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই সমস্ত কথোপকোথন থেকেই পুলিশের ধারণা, মেহেদি পরিবারের কোনও তরুণীর সঙ্গে তার বিয়ে হতে পারে। এই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এসে পেলে অন্তত একটা অঙ্ক মিলে যাবে।
আকাঙ্ক্ষার সঙ্গে ভোপালের কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছিল সে, তারপর আকাঙ্ক্ষা হয়তো জানতে পেরেছিল উদয়নের স্বরূপ। তাই দুনিয়া থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। তবে জেরায় উদয়ন জানিয়েছে, বিকাশ শর্মা নামে এক যুবকের সঙ্গে আকাঙ্ক্ষার ঘনিষ্ঠতাই এই হত্যাকাণ্ডের নেপথ্যে। এই ত্রিভুজ প্রেমেই প্রতিহিংসা পরায়ণ হয়ে আকাঙ্ক্ষাকে খুন করে বসে উদয়ন। জেরায় উদয়ন এমনও জানিয়েছে, আকাঙ্ক্ষাকে ১৫ জুলাই খুন করার পর বিকাশকে ২২ বার ফোন করেছিল সে।
আকাঙ্ক্ষা হত্যার পর পূজাকে নিয়ে সে নাকি সিনেমা দেখতে গিয়েছিল, পুলিশ দেরায় এই কথা জানিয়েছে উদয়ন। পূজা সম্বন্ধে নানা তথ্য জানালেও জয়শ্রীর ব্যাপারে কিন্তু একেবারেই স্পিকটি নট উদয়ন। পূজা ও জয়শ্রীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ল্যাপটপে থাকলেও, সেগুলি তোলরা তারিখ নেই। পুলিশ মনে করছে পরিকল্পনা করেই এইগুলি মুছে দেওয়া হয়েছে। পুলিশ এখন পূজা, জয়শ্রী ও বিকাশের খোঁজ চালাচ্ছে।