For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মুণ্ডু চাই’ পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে ‘দাঙ্গাবাজ’ তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক

কয়েকদিন আগেই হলদিয়ার বুকে পোস্টার পড়েছিল- সাংসদ দিব্যেন্দু অধিকারীরর মুন্ডু চাই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহের অভিযোগে তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তুলে যুব মোর্চার নামে ওই পোস্টার পড়ে।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই হলদিয়ার বুকে পোস্টার পড়েছিল- সাংসদ দিব্যেন্দু অধিকারীরর মুন্ডু চাই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহের অভিযোগে তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তুলে যুব মোর্চার নামে ওই পোস্টার পড়ে। তারপর ফেসবুকে শিশির অধিকারীর দুই ছেলেকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হল।

‘মুণ্ডু চাই’ পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে ‘দাঙ্গাবাজ’ তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক

এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রবীন্দ্র পাণ্ডা। ধৃতকে শনিবার কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও পোস্ট করে যাচ্ছিল। শেষমেষশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিল প্রশাসন।

ওই যুবক সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে শিশির অধিকারীর ছবি দিয়ে লেখা- শিশির অধিকারীর দুই দাঙ্গাবাজ ছেলে তৃণমূলের দুষ্কৃতী। আবার দিব্যেন্দুর ছবি দিয়ে লেখা হয়- ইনি বিজেপিকে আটকাতে দুষ্কৃতী নিয়ে বিজেপির উপর হামলা করেন। হিন্দুদের ক্ষতি করেন। আর শুভেন্দুর ছবি দিয়ে লেখা- ইনি বিজেপিকে রুখতে কাঁধে বাঁশ নিয়ে নন্দীগ্রামসহ গোটা তমলুক লোকসভায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগান।

[আরও পড়ুন: ১০৩৬ কোটি টাকার লগ্নি জঙ্গলমহলে! মমতার পরামর্শ মেনে সাফল্য সম্মেলনের আগেই][আরও পড়ুন: ১০৩৬ কোটি টাকার লগ্নি জঙ্গলমহলে! মমতার পরামর্শ মেনে সাফল্য সম্মেলনের আগেই]

এখানেই শেষ নয়, ছবির নিচে লেখা- সুশিক্ষার অভাবে দুই সন্তান আজ দাঙ্গাবাজ। এমনও লেখা রয়েছে, যার মা ছোট্টবেলায় মারা যায়, তার সন্তানদের এমন অবস্থা হবেই। অভিযোগ, এরকম নানা মন্তব্য আর পোস্ট করা হয়েছে অধিকারী পরিবারের প্রতি। তার ফলেই ওই যুবককে শ্রীঘরে যেতে হল।

<span class=[আরও পড়ুন: মমতাকে 'পরামর্শ' মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা]" title="[আরও পড়ুন: মমতাকে 'পরামর্শ' মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা]" />[আরও পড়ুন: মমতাকে 'পরামর্শ' মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা]

এই ঘটনায় বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিজেপির ব্যাখ্যা, এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এর আগে একাধিক এ ধরনের ঘটনা ঘটেছে। ফেসবুক বা সোশাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে বা বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হয়েছে অনেকেই।

[আরও পড়ুন: সুপারিকিলার আমদানি করে বিজেপি! মোদীর 'সব কা বিকাশে'র স্লোগান-কটাক্ষে শুভেন্দু][আরও পড়ুন: সুপারিকিলার আমদানি করে বিজেপি! মোদীর 'সব কা বিকাশে'র স্লোগান-কটাক্ষে শুভেন্দু]

English summary
A youth is arrested to post on facebook against Subhendu and Dibyendu Adhikari. He writes two son of Sisir Adhikari are Dangabaj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X