For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেটার কোচবিহারের সমর্থক হওয়ায় মহিলাকে জীবন্ত পুড়িয়ে খুন? উঠছে প্রশ্ন

মহিলার ঘর থেকে আর্ত চিৎকার শুনে পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে এসে দেখেন, ঘরের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় আগুন জ্বলছে ওই মহিলার শরীর।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কোচবিহার, ১৯ ডিসেম্বর : গ্রেটার কোচবিহারের সমর্থক হওয়ায় জীবন্ত পুড়িয়ে মারা হল মহিলাকে! তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কোচবিহারে। অভিযোগ, গ্রেটার কোচবিহারের সমর্থক হওয়ার কারণেই একঘরে করে রাখা হয়েছিল মৃত যমুনা রায়ের পরিবারকে। জমি-জায়গা বিক্রি করতেও বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

কোচবিহার তৃণমূলের নেতা রত্নেশ্বর রায়ের বাড়ির উঠোন থেকে যমুনা রায় নামে ওই মহিলা জীবন্ত দগ্ধ দেহ উদ্ধার হয়। কোচবিহারের পানিশালায় হাত-পা বাঁধা অবস্থায় দগ্ধ হয়েছিলেন ওই মহিলা। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বিনয়কৃষ্ণ বর্মন, তৃণমূল নেতা রত্নেশ্বর রায়-সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

গ্রেটার কোচবিহারের সমর্থক হওয়ায় মহিলাকে জীবন্ত পুড়িয়ে খুন? উঠছে প্রশ্ন

রাজনৈতিক বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে ওই পরিবার একঘরে হয়েছিল। যমুনা রায় গ্রেটার কোচবিহারের সদস্য ছিলেন বলেই, তাঁদের পরিবারকে গ্রামে একঘরে করে রাখা হয়েছিল। সম্প্রতি মেয়ের বিয়ের জন্য নিজেদের একটি জমি বিক্রির চেষ্টা করছিলেন যমুনাদেবী। তাতে নতুন করে বিবাদের সূত্রপাত হয়।

তারপরই ঘটে চাঞ্চল্যকর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর এই ঘটনা। পানিশালা থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউতে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা সবাই তৃণমূলের সদস্য।

English summary
Jamuna Roy was Greater Coochbihar supporter. So was she murdered and burned alive?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X