For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্পর্কের টানাপোড়েন! বিবাহিত সঙ্গিনীকে নৃশংসভাবে পিটিয়ে খুন সরকারি কর্মচারীর

এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সরকারি কর্মচারীকে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়া এলাকার কংসাবতী গ্রামের ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সরকারি কর্মচারীকে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়া এলাকার কংসাবতী গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কল্যাণী দেব সিংহ। তার মেয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অরুণ দেব সিংহ নামের ওই সরকারী কর্মচারীকে।

সম্পর্কের টানাপোড়েন! বিবাহিত সঙ্গিনীকে নৃশংসভাবে পিটিয়ে খুন সরকারি কর্মচারীর

নিজের স্ত্রীকে ছেড়ে অরুণ ওই মহিলার সঙ্গে থাকত। অন্যদিকে ওই মহিলাও নিজের স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে অরুণের সঙ্গেই থাকত। শনিবার দুপুরে দুজনের মধ্যে বচসা হয়। তার পর ওই ব্যক্তি তার মাকে পিটিয়ে খুন করে বলে পুলিশকে জানান ওই মহিলার মেয়ে।

তবে ঠিক কী কারণে এই খুন তা নিয়ে ধন্দে তিনিও। এর পিছনে কী রহস্য আছে তা জানতে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। পুলিশ মনে করছে, এর পিছনে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জটিলতা।

[আরও পড়ুন: টেক্সাসে বন্দুকবাজের হামলা, গুলিতে হত ৫, আহত ২১][আরও পড়ুন: টেক্সাসে বন্দুকবাজের হামলা, গুলিতে হত ৫, আহত ২১]

[আরও পড়ুন: 'শশীর সঙ্গে সুনন্দার মারপিট দুবাইতেও হয়েছিল', মৃত্যু তদন্তে আদালতে উঠে এলো তৃতীয় মহিলার নামও][আরও পড়ুন: 'শশীর সঙ্গে সুনন্দার মারপিট দুবাইতেও হয়েছিল', মৃত্যু তদন্তে আদালতে উঠে এলো তৃতীয় মহিলার নামও]

English summary
A woman is brutal murder by her lover in West Midnapur. A government employee is accused to murder stays with her leaving wife,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X