For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে এল বিধ্বংসী গতির টর্নেডো! এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

ধেয়ে এল বিধ্বংসী গতির টর্নেডো! এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের হানায় দুর্যোগ চলছেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তারই মধ্যে ধেয়ে এল ঝড়। মঙ্গলবার রাতে বিধ্বংসী গতিতে ধেয়ে আসা টর্নেডোয় ছারখার হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষণস্থায়ী ঝড়, কিন্তু তাঁর প্রভাব বিস্তর। পূর্বাভাস ছাড়াই এই ঝড়ে আতঙ্ক সুন্দরবনে।

এক মিনিটের টর্নেডো ঝড়ে তছনছ সুন্দরবন

এক মিনিটের টর্নেডো ঝড়ে তছনছ সুন্দরবন

মাত্র এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিঙ্গলগঞ্জে ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রাস্তায় ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ লাইনের তার ছিড়ে লন্ডভন্ড অবস্থা। বাড়ির ছাদের টিন উড়ে গিয়েছে, টালি ভেঙে গিয়েছে। বৃষ্টি মাথায় করে অনেকেই রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছেন এক মিনিটের টর্নেডোর ফলে।

ইয়াসের স্মৃতি উসকে হিঙ্গলগঞ্জে টর্নেডোর হানা

ইয়াসের স্মৃতি উসকে হিঙ্গলগঞ্জে টর্নেডোর হানা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আছড়ে পড়ে টর্নেডো। হঠাৎ ইয়াসের স্মৃতি উসকে ঝড় ধেয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। আম্ফান ও ইয়াসের আঘাত এখনও ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। এক মিনিটের টর্নেডো আবার মনে করাল আম্ফান-ইয়াসকে।

টর্নেডো ঝড়ে ভাঙন ঘর, রাস্তা অবরুদ্ধ

টর্নেডো ঝড়ে ভাঙন ঘর, রাস্তা অবরুদ্ধ

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক মিনিটের টর্নেডো ঝড়ে হিঙ্গলগঞ্জ থানা ও বৈদ্যুতিক সাব স্টেশনের প্রভূত ক্ষতি হয়েছে। প্রায় ২০টি বাড়ি ভেঙে গিয়েছে। গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে রাস্তা আটকে গিয়েছে। বুধবার সকালে হিঙ্গলগঞ্জের বিডিও ওমপ্রকাশ গুপ্তা ঘটনাস্থলে যান। প্রশাসনের তৎপরতায় শুরু হয় হাসনাবাদ-লেবুখালি সড়ক পরিষ্কারের কাজ।

প্রবল ঝড় ধেয়ে আসায় হতচকিত এলাকাবাসী

প্রবল ঝড় ধেয়ে আসায় হতচকিত এলাকাবাসী

এই ঝড়ের কোনওরকম পূর্বাভাস ছিল না আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ফলে কোনওরকম প্রস্তুতিও ছিল না। আচমকাই প্রবল ঝড় ধেয়ে আসায় হতচকিত হয়ে যায় এলাকাবাসী। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি চলছে নিম্নচাপের। তারপর ঝড়ের তাণ্ডব দেখা দিল। দুই প্রকারের দুর্যোগে নাস্তানাবুদ অবস্থা এলাকায়।

বঙ্গোপসাগরে নিম্নচাপের হ্যাটট্রিকের মধ্যেই ঝড়

বঙ্গোপসাগরে নিম্নচাপের হ্যাটট্রিকের মধ্যেই ঝড়

এদিকে এবারের জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের হ্যাটট্রিক হতে চলেছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। এর আগে প্রায় ৪৮ ঘন্টার জন্য একই অঞ্চলজুড়ে একটি ঘূর্ণাবর্ত ছিল। তার প্রভাবে তৃতীয় নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরজুড়ে গঠিত হয়েছে। এটি ভারতীয় সমুদ্রে ২০২১ সালের বর্ষার চতুর্থ নিম্নচাপ।

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলায় হবে বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলায় হবে বৃষ্টি

২০২১-এর বর্ষার মরশুম সবে মাঝপথে। এখনও অর্ধেক পথ পেরনো বাকি। ইতিমধ্যেই বর্ষার মরশুমে চারটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। বর্তমান নিম্নচাপ অঞ্চলটি উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে প্রসারিত। পরবর্তী ৪৮ ঘন্টা ধরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলায় হবে বৃষ্টি। তারই মধ্যে হানা দিল ঝড়।

Recommended Video

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এর বিস্তীর্ণ এলাকা |Oneindia Bengali

English summary
A tornado hits on Sundarban without forecast of Weather Office in monsoon season of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X