For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উলটপুরান! বহিষ্কৃত নেতার যোগ তৃণমূলে, একুশের আগে বিজেপির পথে হেঁটে শক্তিবৃদ্ধি

এতদিন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে আসছিল, যে নেতাকে আমরা বহিষ্কৃত করছি, আস্তাকুঁড় থেকে সেই নেতাকেই তুলে নিয়ে যাচ্ছে বিজেপি। এবার সেই কাজটাই করল তৃণমূল। এক বহিষ্কৃত নেতাকে দলে নিল তারা।

Google Oneindia Bengali News

এতদিন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে আসছিল, যে নেতাকে আমরা বহিষ্কৃত করছি, আস্তাকুঁড় থেকে সেই নেতাকেই তুলে নিয়ে যাচ্ছে বিজেপি। এবার সেই কাজটাই করল তৃণমূল। এক বহিষ্কৃত নেতাকে দলে নিল তারা। শক্তিবৃদ্ধি খানিক হল ঠিকই, একইসঙ্গে বিজেপির খোঁটাও হজম করতে হল তাদের।

দুর্নীতির দায়ে বহিষ্কৃত নেতা তৃণমূলে

দুর্নীতির দায়ে বহিষ্কৃত নেতা তৃণমূলে

বিজেপির দাবি, এতদিন তাহলে শুদ্ধিকরণ নামেই। তাঁর ছিটেফোঁটাও তো দেখা যাচ্ছে না কাজে। যদি শুদ্ধিকরণই হবে, তাহলে দুর্নীতির দায়ে বহিষ্কৃত নেতাকে ঘটা করে দলে নিত না তৃণমূল কংগ্রেস। একদিকে দুর্নীতির দায়ে তৃণমূল নেতাদের শোকজ করা হচ্ছে, অন্যদিকে দুর্নীতিতে নাম জড়ানো বহিষ্কৃত নেতাদের দলে নিচ্ছে তৃণমূল।

দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত নেতাকে স্বাগত

দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত নেতাকে স্বাগত

দুর্নীতির অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছে বাদুড়িয়ার আটুরিয়া পঞ্চায়েতের সদস্য আনারুল সর্দার। তাঁকেই দলে স্বাগত জানানো হল। আর তা নিয়েই উঠে পড়ল প্রশ্ন। বিজেপি সেই প্রশ্ন তুলে জানাল, কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতাকে দলে নিয়ে তৃণমূল বুঝিয়ে দিয়েছে, ওসব শুদ্ধিকরণ-টরণ স্রেফ আইওয়াশ।

তৃণমূল নীতিহীন, আদর্শহীন একটা দল

তৃণমূল নীতিহীন, আদর্শহীন একটা দল

বাদুড়িয়ার কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতাকে মালা পরিয়ে স্বাগত জানানো হল তৃণমূল কংগ্রেসে। তা নিয়ে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস। বিজেপিও থেমে নেই তৃণমূলের বিরুদ্ধে বাক্যবাণ হানতে। কংগ্রেস জানিয়েছে, দুর্নীতির অভিযোগে আমরা যাকে বহিষ্কার করল, তৃণমূল তাঁকেই বরণ করে নিল। এটাই প্রমাণ করে তৃণমূল নীতিহীন, আদর্শহীন একটা দল।

দলকে অন্ধকারে রেখে যোগদান!

দলকে অন্ধকারে রেখে যোগদান!

এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেস নেতা কবিদাস সর্দার বলেন, আমাদের দলে নিয়ম মেনেই যোগদান হয়। কেউ যোগদান করতে চাইলে রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করতে হয়। তার ভিত্তিতে রাজ্য নেতৃত্ব যদি যোগ্য মনে করে, তবেই তাঁকে দলে নেওয়া হয়। এক্ষেত্রে দলকে অন্ধকারে রেখে যোগদান করানো হয়েছে। পুরো বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।

English summary
A Suspended TMC leader joins in Trinamool Congress at Baduria of North 24 pargana. BJP and Congress take on TMC regard this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X