For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন লোকসভায় বাংলায় কার দখলে কটি আসন, নয়া সমীক্ষায় ভোট-ফলের আভাস

এবার সামনে এসে গেল আরও এক সমীক্ষার ফল। আগেই টাইমস নাউ, এসি নিয়েলসনের সমীক্ষা দেখিয়েছিল বাংলার ভোট-ভাগ্যের আভাস। এবার ইন্ডিয়া টিভি-সিএনএক্স।

Google Oneindia Bengali News

এবার সামনে এসে গেল আরও এক সমীক্ষার ফল। আগেই টাইমস নাউ, এসি নিয়েলসনের সমীক্ষা দেখিয়েছিল বাংলার ভোট-ভাগ্যের আভাস। এবার ইন্ডিয়া টিভি ইঙ্গিত দিল তাঁদের সমীক্ষায় কোন দল কটি আসন পেতে চলেছে। এখনই ভোট হলে রাজ্যে তৃণমূল বা বিজেপি কোন জায়গায় থাকতে পারে, তা জানিয়েছে সমীক্ষা।

বড় চমক সমীক্ষায়

বড় চমক সমীক্ষায়

ইন্ডিয়া টিভি সমীক্ষা বাংলায় বিজেপির জন্য আশার আলো দেখিয়েছে। এখনই ভোট হলে বিজেপি পেতে পারে ১২টি আসন। অর্থাৎ অন্য সমীক্ষাগুলির থেকেও বিজেপিকে এগিয়ে রেখেছে ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা। বিজেপি দুই থেকে বেড়ে ১২ হওয়া মানে তাদের নৈতিক জয় হবে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলে বড় ধাক্কা

তৃণমূলে বড় ধাক্কা

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা তৃণমূলের জন্য খারাপ খবর বয়ে এনেছে। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ২৮ আসন। অর্থাৎ ৬টি আসন কম পাবে তারা। তা তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে। কেননা, এবার ৪২-এ ৪২-এর টার্গেটে ছুটছিল তৃণমূল। সেখানে গতবারের জয়ী আসন ধরে রাখতে না পারলে, নৈতিক হার হবে মমতার দলের।

কংগ্রেস-সিপিএমের ঝুলি

কংগ্রেস-সিপিএমের ঝুলি

এই সমীক্ষা আবার নিরাশ করেনি কাউকেই। কংগ্রেস ও সিপিএমকেও একটি করে আসন দিয়েছে তারা। অন্যান্য বেশিরভাগ সমীক্ষা এবার কংগ্রেসকে আসন দিলেও বামেদের শূন্য হাতে ফিরিয়েছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষায় আভাস কেউ শূন্য হাতে ফিরবে না। তবে আসন কমবে।

[আরও পড়ুন: কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত, ২০০ ভোটকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা-শোকজ][আরও পড়ুন: কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত, ২০০ ভোটকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা-শোকজ]

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন। কংগ্রেস জিতেছিল চারটি আসনে। আর সিপিএম ও বিজেপি দুটি করে আসন পেয়েছিল। এবার প্রবল প্রতাপ নিয়ে উঠে এসেছে বিজেপি। কংগ্রেস-সিপিএমকে সরিয়ে রাজ্যে তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে।

[আরও পড়ুন: 'চোট লাগে পাকিস্তানে দরদ হয় দিদির', মমতাকে শিলিগুড়ির হাইভোল্টেজ সভায় একহাত নিলেন মোদী][আরও পড়ুন: 'চোট লাগে পাকিস্তানে দরদ হয় দিদির', মমতাকে শিলিগুড়ির হাইভোল্টেজ সভায় একহাত নিলেন মোদী]

English summary
A survey report of India TV indicates who will get which seats in West Bengal in LS Election. BJP will get success in this election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X