For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে নিয়ে নতুন গানে ‘নবজাগরণ’! একুশে জুলাইয়ের আগে বার্তা বাংলার জনগণকে

মমতাকে নিয়ে নতুন গানে ‘নবজাগরণ’! একুশে জুলাইয়ের আগে বার্তা বাংলার জনগণকে

Google Oneindia Bengali News

এবার মমতাকে নিয়ে গান রচনা হয়ে গেল বাংলায়। বাংলার এক শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গানে নবজাগরণ ঘটালেন। মঙ্গলবার সেই গানের উদ্বোধন হল কলকাতা প্রেস ক্লাবে। মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে বাংলার জনগণের প্রতি 'নবজাগরণ' গানটির প্রকাশ করলেন শিল্পী স্বয়ং। সেই গানটি গেয়েও শোনালেন শিল্পী।

মমতার জনমুখী প্রকল্পের জয়গান

মমতার জনমুখী প্রকল্পের জয়গান

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোগরপাধ্যায়কে নিয়ে গান গেয়ে গায়িকা সুপর্ণা কুমার বললেন, দিদি আমার অনুপ্রেরণা, আমাদের অনুপ্রেরণা। তাঁর সমস্ত কাজই আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। দিদির যে লড়াকু মনোভাব সেটা নিয়েই আমরা মনে সাহস পাই। তাই তিনি তাঁর গানের মধ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পের জয়গান গাইলেন। জনগণের প্রতি নিবেদন করলেন নবজাগরণের বার্তা।

‘বলো জনগণ সবে নবজাগরণ হবে’

‘বলো জনগণ সবে নবজাগরণ হবে’

মমতা বন্যোল্পাধ্যায়ের আনা সমস্ত জনমুখী প্রকল্পের জয়গানের বাণীর প্রথম লাইন ছিল- 'বলো জনগণ সবে নবজাগরণ হবে'। মমতার জয়গান গাইলেন শিল্পী। জয়গান গাইলেন মন্ত্রী অরূপ রায়ও। মন্ত্রী নিজেও ভালো গাইতে পারেন। তাই গানে গানে এই অনুষ্ঠানে মমতার জয়ধ্বনিও বিলোলেন তাঁরা। গানের শেষে শিল্পী জানিয়েও দিলেন- 'তিনিই ধন্যা তিনিই অগ্নিকন্যা'।

নবজাগরণের গানে দিদির প্রেরণা

নবজাগরণের গানে দিদির প্রেরণা

দিদির জনমুখী প্রকল্প, তাঁর লড়াকু মানসিকতা নিয়ে এই নবজাগরণের গানের পাশাপাশি শিল্পী স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দিদি আছে দিদিই থাকবেন। তাঁকে আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু সেইসব কিছুকে পিছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন অনেক। দিদির তেজ আমরা সবসময় অনুভব করেছি। তিনি নিজেকে কখনও একা মনে করেন না। কে থাকল আর কে থাকল না, তারও পরোয়া করেন না।

দিদির মতো হতে, দিদির মতো লড়তে

দিদির মতো হতে, দিদির মতো লড়তে

শিল্পী বলেন, আমার মা আমাকে বলেন দিদির মতো হতে, দিদির মতো লড়তে। আমি মনে করি দিদির প্রতিটা কাজ থেকে অনেক কিছু শেখার আছে। তাই তার জন্য এই গান আমি গেয়েছি। এই গান তাঁকে উৎসর্গ করেই। এদিন এই 'বলো জনগণ সবে নবজাগরণ হবে' গানটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর গেয়ে শোনান শিল্পী সুপর্ণা কুমার। তিনি আর্জি জানান, সবাই যাতে এই গান শোনেন।

গানই প্রমাণ কতটা ভালোবাসেন মমতাকে

গানই প্রমাণ কতটা ভালোবাসেন মমতাকে

তাঁর গাওয়া এই পুরো গানজুড়ে ছিল মুখ্যমন্ত্রীর আনা নানা জনদরদী প্রকল্প, সেইসব কাজের উল্লেখ করে গানের বাণীতে বোঝানো হয়েছে তাঁদের দিদি মানুষের জন্যই নিবেদিন প্রাণ। তাঁর কাজেই গোটা বাংলার মানুষ অনুপ্রাণিত হয়। তাই এই গান দিদিকে উৎসর্গ করেছেন শিল্পী। এদিন গানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় বলেন, এই গানই প্রমাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ কতটা ভালোবাসেন।

ভোর ৩টে থেকে শহরে ঢুকবে না গাড়ি, ধর্মতলায় ৪৬ ফুটের মঞ্চ, ২১ জুলাই ছুটি ঘোষণা একাধিক স্কুলেভোর ৩টে থেকে শহরে ঢুকবে না গাড়ি, ধর্মতলায় ৪৬ ফুটের মঞ্চ, ২১ জুলাই ছুটি ঘোষণা একাধিক স্কুলে

English summary
A song about Bengal chief minister Mamata Banerjee is reveled before 21 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X