For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরীরে কী বাসা বেঁধেছে করোনা জীবাণু ? বলে দেবে বাংলার তৈরি রোবটিক ডিভাইস

শরীরে কী বাসা বেঁধেছে করোনা জীবাণু ? বলে দেবে বাংলার তৈরি রোবটিক ডিভাইস

  • |
Google Oneindia Bengali News

সম্ভাব্য করোনা আক্রান্তের নমুনা সংগ্রহের জন্যে সিএসআইআর-সিএমইআরআই-এর উদ্যোগে দুর্গাপুরে তৈরি হল রোবটিক ডিভাইস। সূত্রের খবর, করোনা মোকাবিলায় আক্রান্তদের সংস্পর্শে আসছেন যেসকল স্বাস্থ্যকর্মীরা, তাঁদের সংক্রমণ থেকে বাঁচাতেই এই আবিষ্কার।

শারীরিক দূরত্ব বজায় রাখতে রোবটিক ডিভাইস

শারীরিক দূরত্ব বজায় রাখতে রোবটিক ডিভাইস

সিএসআইআর-সিএমইআরআই-এর অধিকর্তা অধ্যাপক হরিশ হিরানি জানিয়েছেন, করোনা-যুদ্ধে একেবারে সামনে লড়াই করছেন যাঁরা, এই যন্ত্র ব্যবহারে তাঁরা শারীরিকভাবে দূরত্ব বজায় রাখতে পারবেন। সূত্রের খবর, যন্ত্রটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। ৮০ কেজির কাছাকাছি ওজন হওয়ায় সহজে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব। এই যন্ত্রে ভিডিও কলের সুবিধা থাকায় এর মাধ্যমে রোগীদের খাবার দেওয়া ও সম্ভাব্য আক্রান্তদের সাথে যোগাযোগ করাও সম্ভব।

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে আশার আলো দেখাচ্ছে এই অত্যাধুনিক যন্ত্র

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে আশার আলো দেখাচ্ছে এই অত্যাধুনিক যন্ত্র

এক স্বাস্থ্য আধিকারিকের মতে প্রায় ৫০০ মিটারের মধ্যে এই যন্ত্র একটি কন্ট্রোল রুম থেকে চালানো সম্ভব। প্রায় ৪ ঘন্টা পর্যন্ত এর ব্যাটারি কাজ করতে সক্ষম। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় উতরে গেলে এই যন্ত্র বিপুল পরিমাণে তৈরি করে স্বাস্থ্য সামগ্রী, রোগীদের খাবার ও নমুনা সংগ্রহের কাজে লাগানো হবে বলে জানা যাচ্ছে।

সফল ক্লিনিকাল ট্রায়াল

সফল ক্লিনিকাল ট্রায়াল

সূত্রের খবর, ইতিমধ্যেই ডিভাইসটির ক্লিনিকাল ট্রায়াল সফল হয়েছে। আগামীতে এর প্রয়োগে সাফল্য আসতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। সরকারি আগ্রহ প্রকাশ করলে বৃহত্ পরিমাণে এই যন্ত্রের উত্পাদন সম্ভব বলে জানাচ্ছেন নির্মাতারা।

'রেডজোন’ হাওড়ায় লকডাউন মানাতে আক্রান্ত পুলিশ, পুর কমিশনারকে সরাল নবান্ন'রেডজোন’ হাওড়ায় লকডাউন মানাতে আক্রান্ত পুলিশ, পুর কমিশনারকে সরাল নবান্ন

English summary
A robotic system was developed in Bengal to take samples of suspect corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X