For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার মুখ্যমন্ত্রিত্ব থেকে মমতাকে সরিয়ে দিন রাজ্যপাল, দাবি তুলে সুপ্রিম কোর্টে কী ঘটল

নাগরিকত্ব ইস্যুতে কয়েকদিন আগেই বাংলার বুকে একের পর এক মহামিছিলের ডাদ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যুতে কয়েকদিন আগেই বাংলার বুকে একের পর এক মহামিছিলের ডাদ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তাঁর এক সভামঞ্চ থেকে জোরালো দাবিতে মমতা জানান, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ একটি গণভোট হোক। আর তা সংগঠিত করুক রাষ্ট্রসংঘের কমিটি। যদিও তা র পরদিনই নিজের অবস্থান থেকে সরে এসে মমতা নিজের বক্তব্য আরও ব্যাখ্যা করেন। এদিকে, সেই রাষ্ট্রসংঘের কমিটি নিয়েই এবার মমতার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দায়ের হল পিটিশন।

সুপ্রিমকোর্টের পিটিশনে কী বলা রয়েছে?

সুপ্রিমকোর্টের পিটিশনে কী বলা রয়েছে?

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনে বলা রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানকড় যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। আর এর নেপথ্যে রয়েছে, মমতার তোলা রাষ্ট্রসংঘের কমিটির দাবি।

পিটিশন ও রাষ্ট্রসংঘের কমিটি

পিটিশন ও রাষ্ট্রসংঘের কমিটি

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রসংঘের কমিটির দাবি তোলা মানেই সংবিধানের দ্বারা নেওয়া শপথের অমান্য করা। যে সংবিধান অনুযায়ী বলা রয়েছে যে, মুখ্যমন্ত্রী বিশ্বাস করে ভারতের সর্বভৌমত্ব ও জাতীয় ঐক্যকে। পিটিশন বলছে, সংবিধানের সেই নিয়ম লঙ্ঘন করেছেন মমতা।

 কে করেছেন এই পিটিশন দায়ের ?

কে করেছেন এই পিটিশন দায়ের ?

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে বারাকি নামের এক সাংবাদিক এই পিটিশন দায়ের করেছেন। তবে এই পিটিশন সম্পর্কে সেভাবে এখনও পর্যন্ত মুখ খুলছেন না বারাকি।

 রাজ্য়পাল-মুখ্যমন্ত্রী সংঘাত

রাজ্য়পাল-মুখ্যমন্ত্রী সংঘাত

প্রসঙ্গত, সাম্প্রতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সংঘাত ক্রামগত চরম আকার ধারণ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক রাজ্যপালের হেনস্থাকাণ্ড থেকে শুরু করে বিধানসভায় রাজ্যপালের আগমনে বাধা, ও রাজ্যাপালের পাল্টা মন্তব্য ঘিরে তার বাড়ছেই। এর আগে পুজোর কার্নিভালে রাজ্যপালকে অসম্মান করা হয়েছে বলেও জগদীপ ধানকড় তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এরপরই এসেছে এই পিটিশনের খবর।

English summary
A petition filed today in SC seeking Dhankar to remove state Chief Minister Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X