For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-মুক্তের মস্তিষ্কে সাদা ছত্রাকের বাসা, বিরল ‘অ্যাসপারগিলোসিস’ হায়দরাবাদে

এক রোগী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর একটি বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই রোগীর মস্তিষ্কে সাদা ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।

Google Oneindia Bengali News

এক রোগী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর একটি বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই রোগীর মস্তিষ্কে সাদা ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এর ফলে ওই সাদা ছত্রাক বা অ্যাসপারগিলাস আক্রান্তের একটি বিরল ঘটনা ঘটে হায়দরবাদে। করোনা-মুক্ত হয়েও রক্ষা নেই। নতুন এক রোগ বাসা বাঁদছে মস্তিষ্কে।

করোনা-মুক্তের মস্তিষ্কে সাদা ছত্রাকের বাসা হায়দরাবাদে

রিপোর্ট অনুযায়ী, মে মাসে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া ওই রোগী অঙ্গ-প্রত্যঙ্গের দুর্বলতা এবং কথাবার্তায় অসুবিধা হচ্ছে বলে জানিয়েছিলেন। এরপর যখন ডাক্তাররা রোগীর মস্তিষ্ক স্ক্যান করান, তখন তাঁরা একটা ক্লট-এর মতো গঠন খুঁজে পান, যা ওষুধ প্রয়োগ করা সত্ত্বেও কমেনি। অস্ত্রোপচারের পরেই ডাক্তাররা শনাক্ত করেছিলেন যে, সাদা ছত্রাকের ফলে মস্তিষ্কে একটি ফোঁড়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, যখন অ্যাসপারগিলাস দ্বারা মস্তিষ্কের প্রদাহ হয় তখন সাদা ছত্রাকের দ্বারা ফোঁড়া হওয়া একটি সাধারণ ঘটনা। বিশেষত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত বিরল। হায়দরাবাদ-ভিত্তিক সানসাইন হাসপাতালের একজন সিনিয়র নিউরোসার্জেন ডায় পি রঙ্গনাধাম বলেন, কোভিড-১৯ রোগীদের মধ্যে ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে। যারা ডায়াবেটিক, সেইসব রোগীর উচ্চ রক্তচাপের ইতিহাসও আছে।

বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলেন, "প্যারানাসাল সাইনাসগুলি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে কালো ছত্রাকের মতো নাক দিয়ে সাদা ছত্রাক মস্তিষ্কে প্রবেশ করে না।" রোগীর অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রঙ্গনধাম বলেন, রোগী কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর ষষ্ঠ দিনে অঙ্গের দুর্বলতা এবং কথাবার্তায় অসুবিধার কথা জানিয়েছিলেন। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ যখন চরমে উঠেছিল তখন ওই ঘটনা ঘটে।

মস্তিষ্ক স্ক্যান করে জানা যায়, মস্তিষ্কের বাম অংশে একটি বড় ক্ষত এবং অন্যান্য অংশে দুটি ছোট ক্ষত রয়েছে। ডাক্তার বলেছিলেন, রোগীর প্রাথমিকভাবে হেমাটোমার জন্য চিকিৎসা করা হয়েছিল। তবে, যখন মস্তিষ্কের আরেকটি এমআরআই করা হয়েছিল তখন দেখা গেছে যে ক্ষতটি ঘন এবং আকারে বৃদ্ধি পেয়েছে।

ডাক্তার ব্যাখ্যা করেন, ছোট ক্ষতগুলি আকারে অপরিবর্তিত রয়েছে। অস্ত্রোপচারের পর, ডাক্তাররা স্বাভাবিক মস্তিষ্ক থেকে আলাদা নরম নেক্রোটিক উপাদান সম্বলিত একটি ফোঁড়া খুঁজে পান। ওই ফুসকুড়ি বা ফোঁড়ার নমুনা নিয়ে মেডিকেল টিম একটি প্যাথলজিক্যাল বিশ্লেষণ করে এবং এটি সাদা ছত্রাকের সংক্রমণের ফলেই হয়েছে বলে জানা যায়। চিকিৎসা পরিভাষায় অ্যাসপারগিলোসিস নামেও পরিচিত এই রোগ।

English summary
A patient who recovered from coronavirus in Hyderabad attacked a rare case of white fungus in brain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X