For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে টেরান্টুলার কামড়! ছেলের চিকিৎসা করিয়ে ফেরার পথে বাবার মৃত্যু, কাঠগড়ায় রেল

ছেলের চিকিৎসার জন্য তামিলনাড়ু গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এগরার পিন্টু সাউ। বাড়ি ফেরার পথে ট্রেনে টেরান্টুলার কামড়ে মৃত্যু হল তাঁর।

Google Oneindia Bengali News

ছেলের চিকিৎসার জন্য তামিলনাড়ু গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এগরার পিন্টু সাউ। বাড়ি ফেরার পথে ট্রেনে টেরান্টুলার কামড়ে মৃত্যু হল তাঁর। তামিলনাড়ু থেকে তিরুনেলভেলি-খড়্গপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন পিন্টু। খড়্গপুর পৌঁছনোর ঘন্টা পাঁচেক আগে পায়ে কামড়ে দেয় টেরান্টুলা। অজস্র যন্ত্রনা শুরু হয়। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

ট্রেনে টেরন্টুলার কামড়! ছেলের চিকিৎসা করিয়ে ফেরার পথে বাবার মৃত্যু, কাঠগড়ায় রেল

স্লিপার ক্লাসে ঘুমিয়ে ছিলেন পিন্টু। ট্রেন তখন ওড়িশায়। তাঁর পায়ে কামড়ে দেয় ট্যারান্টুলা। শুরু হয় যন্ত্রণা। এরপর টিকিট পরীক্ষককে বিষয়টি জানানা পিন্টুর স্ত্রী। খড়্গপুর ঢুকলেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এরপর খড়গপুরে নামিয়ে কেবল পেনকিলার দিয়ে ছেড়ে দেয় রেল।

[আরও পড়ুন:সিনেমাকেও হার মানাল এই ঘটনা, মাত্র ২০ মিনিটে বিমানবন্দর থেকে হাসপাতালে গেল হৃদযন্ত্র][আরও পড়ুন:সিনেমাকেও হার মানাল এই ঘটনা, মাত্র ২০ মিনিটে বিমানবন্দর থেকে হাসপাতালে গেল হৃদযন্ত্র]

রেল কর্তৃপক্ষ জানায় পাঁচঘণ্টা কেটে গিয়েছ ঠখন, তখন তেমন কিছুই হবে না। কিন্তু যন্ত্রণা কমেনি, বরং আরও বাড়তে থাকে। শেষমেশ এগরা পৌঁছে রাত একটা নাগাদ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভোর রাতে মৃত্যু হয় পিন্টুর।

ট্রেনে টেরন্টুলার কামড়! ছেলের চিকিৎসা করিয়ে ফেরার পথে বাবার মৃত্যু, কাঠগড়ায় রেল

[আরও পড়ুন:অজানা 'নিপা ভাইরাস' কী, মারণ এই ভাইরাস সম্পর্কে জেনে নিন একনজরে ][আরও পড়ুন:অজানা 'নিপা ভাইরাস' কী, মারণ এই ভাইরাস সম্পর্কে জেনে নিন একনজরে ]

পিন্টুর মৃত্যুতে জোড়া বিতর্কে রেল। প্রথমত ট্রেনের স্লিপার ক্লাসে টেরান্টুলা? আর তারপর চিকিৎসায় গাফিলতি? সঠিক চিকিৎসা না করিয়ে তড়িঘড়ি রেল দায় এড়াতে গাড়িতে তুলে দেওয়া হয়। অভিযোগ, সঠিক চিকিৎসার ব্যাবস্থা না করিয়ে ভুল স্বান্ত্বনা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় যাত্রীকে?

পিন্টু ছেলের চিকিত্সার জন্য তামিলনাড়ুতে গিয়েছিলেন। ছেলের চিকিৎসা করিয়ে গত শনিবার সকাল সাতটায় ট্রেন ধরে পিন্টু। তারপর ওড়িশা থেকে বাংলায় ঢোকার কিছুটা আগে ঘুমন্ত অবস্থায় কামড় দেয় টেরান্টুলা। অন্যান্য যাত্রীরা টিটিকে খবর দেন। রেল টেরান্টুলাটিকে ধরে ক্ষান্ত হয়। পিন্টুর চিকিৎসার যথাযথ কোনও ব্যবস্থা করা হয়নি।

English summary
A passenger of train is died for beating by tarantula. Tarantula beats him in sleeper class of express train,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X