For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের আগে সোশ্যাল সাইট ডিঅ্যাক্টিভেট! তৃণমূল বিধায়ক খুনে চাঞ্চল্যকর তথ্য

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনে আগে নিজের সব সোশ্যাল সাইট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল অভিজিৎপুণ্ডারী।

  • |
Google Oneindia Bengali News

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনে আগে নিজের সব সোশ্যাল সাইট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল অভিজিৎ পুণ্ডারী। সূত্রের খবর অনুযায়ী, ধৃত দুই যুবক জিজ্ঞাসাবাবাদে এমনটাই জানিয়েছে। এছাড়াও অভিজিতের অধীনে থাকা ৩ টি মোবাইল নম্বরের কোনওটিই তার সঙ্গে নেই বলে পুলিশ সূত্রে খবর।

খুনের আগে সোশ্যাল সাইট ডিঅ্যাক্টিভেট! তৃণমূল বিধায়ক খুনে চাঞ্চল্যকর তথ্য

সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস সেখানেও খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীর একাধিক আত্মীয়ের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। বেশ বদল করে আশপাশের এলাকায় লুকিয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে তদন্তকারীদের আশ্বাস খুব শীঘ্রই গ্রেফতার করা হবে অভিজিৎ পুণ্ডারীকে।

এর আগে জানা গিয়েছিল, শনিবার খুনের ঘটনার ছক নাকি আনেক আগেই কষা হয়ে গিয়েছিল। সত্যজিৎ বিশ্বাস যে বাড়ির সামনে ক্লাবের এই অনুষ্ঠানে সে তথ্যও আগে থেকে সংগ্রহ করে নিয়েছিল দুষ্কৃতীরা।

দাবি করা হচ্ছে যে, জেরায় ধৃত কার্তিক মণ্ডল ও সুজিত মণ্ডল জানিয়েছে যে মোট ১০ জন দুষ্কৃতীর একটি দল সে দিন সরস্বতী পুজোর অনুষ্ঠানের ভিড়ে মিশে গিয়েছিল। এরা সকলেই সশস্ত্র অবস্থায় এসেছিল। চাদর ও জ্যাকেটের তলায় লুকানো ছিল আগ্নেয়াস্ত্র।

English summary
A new findings has come out in TMC MLA Satyajit Murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X