For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫০০ টাকার জন্য কান কাটা গেল পাওনাদারের! পাওনা চাইতেই জুটল অস্ত্রের কোপ

বছর খানেক আগের বকেয়া নিয়ে গন্ডগোল। তার খেসারত দিতে হল পাওনাদারকে। বাইক সারানোর পাওনা ১৫০০ টাকা চাইতে গিয়ে কানই কাটা গেল যুবকের।

  • |
Google Oneindia Bengali News

বছর খানেক আগের বকেয়া নিয়ে গন্ডগোল। তার খেসারত দিতে হল পাওনাদারকে। বাইক সারানোর পাওনা ১৫০০ টাকা চাইতে গিয়ে কানই কাটা গেল যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল মালদহের বৈষ্ণবনগরে। আহত যুবক সুজন সিং গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

১৫০০ টাকার জন্য কান কাটা গেল পাওনাদারের! পাওনা চাইতেই জুটল অস্ত্রের কোপ

পেশায় মোটরবাইক মিস্ত্রি সুজন। স্থানীয় এক যুবক লিটন সিংয়ের মোটরবাইক খারাপ হয়ে যেতে, তা সারিয়ে দিয়েছিলেন তিনি। মোটরবাইক সারানোর খরচ ১৫০০ টাকা বকেয়া ছিল। বারবার চেয়েও সেই টাকা দেয়নি লিটন। এক বছর পর টাকা চাইতে গিয়েই ফের বেধে গেল বিপত্তি।

[আরও পড়ুন: গৌরীর মৃত্যু-ভয় গ্রাস করেছিল শাহরুখকে! বিবাহবার্ষিকীতে ফাঁস কিং খানের অজানা কথা][আরও পড়ুন: গৌরীর মৃত্যু-ভয় গ্রাস করেছিল শাহরুখকে! বিবাহবার্ষিকীতে ফাঁস কিং খানের অজানা কথা]

বুধবার বকেয়া টাকা নিয়ে বচসা বাধে দুজনের। তখনকার মতো স্থানীয়দের মধ্যস্থতায় গন্ডগোল মিটে যায়। কিন্তু এরপর বৃহস্পতিবার রাতে সুজনের বাড়িতে চড়াও হয় লিটন। অভিযোগ, দলবল নিয়ে চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপ বসায় সুজনের কানের গোড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে কান কাটা যায় তাঁর।

[আরও পড়ুন:চলে গেলেন মমতার প্রাক্তন সেনাপতি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, একপ্রস্থ নাটক মৃত্যু নিয়ে ][আরও পড়ুন:চলে গেলেন মমতার প্রাক্তন সেনাপতি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, একপ্রস্থ নাটক মৃত্যু নিয়ে ]

এরপর সুজনের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় লিটনের দলবল। রক্তাক্ত সুজনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সুজনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: 'সবার জন্য ঘর'! মোদীর স্বপ্নের প্রকল্প এগিয়েছে কতদূর, দেখুন পরিসংখ্যান ][আরও পড়ুন: 'সবার জন্য ঘর'! মোদীর স্বপ্নের প্রকল্প এগিয়েছে কতদূর, দেখুন পরিসংখ্যান ]

English summary
A mechanic is attacked and cut his ear for demanding dues at Malda. Accused attacks hin in midnight for rupees 1500’s controversy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X