For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে হারানোর ‘কাণ্ডারি’ই মমতার দলে! মানবসেবাকে ‘ধর্ম’ মেনে শুভেন্দুর ডাকে সাড়া

নির্বাচনের পরেই তিনি আর নির্দল থাকলেন না। বিজয় মিছিলে বেরিয়ে তৃণমূলের উত্তরীয় গলায় পরে নিলেন। এবং বার্তা দিলেন এলাকায় উন্নয়নের বন্যা বইয়ে দেওয়ার।

Google Oneindia Bengali News

তিনি প্রকৃত অর্থেই নির্দল। এবার ভোটে নির্দলের হয়ে দাঁড়িয়ে বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীকে হেলায় হারিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, কিংবা সিপিএম, কাউকেই তিনি রেয়াত করেননি। সবার বিরুদ্ধে লড়াই করেই তিনি জয় ছিনিয়ে এনেছেন। সিপিএমের দখলে থাকা পঞ্চায়েত তৃণমূল দখল করলেও তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী।

তৃণমূলকে হারানোর ‘কাণ্ডারি’ই মমতার দলে! মানবসেবাকে ‘ধর্ম’ মেনে শুভেন্দুর ডাকে সাড়া

তবে নির্বাচনের পরেই তিনি আর নির্দল থাকলেন না। বিজয় মিছিলে বেরিয়ে তৃণমূলের উত্তরীয় গলায় পরে নিলেন। এবং বার্তা দিলেন এলাকায় উন্নয়নের বন্যা বইয়ে দেওয়ার। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের মানুয়া গ্রামের সত্য মাজি নির্দল হয়ে জিতেই নাম লেখালেন তৃণমূলে। তৃণমূলকে তৃতীয় স্থানে পাঠিয়ে দেওয়া সত্য মাজি ভোটের পরই এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

[আরও পড়ুন: মোদীর গুজরাতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, মার খেয়ে আধমরা স্ত্রী, ভাইরাল হল ভিডিও][আরও পড়ুন: মোদীর গুজরাতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, মার খেয়ে আধমরা স্ত্রী, ভাইরাল হল ভিডিও]

রবিবার বিকেলে এলাকায় বিজয় মিছিল বেরিয়েছিল তৃণমূল কংগ্রেসের। সেখানে এসেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান সত্য মাজি। ভোটে শাসকদলকে হারালেও ভোটের পরই সখ্যতা গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর আশীর্বাদ নিয়ে এলাকায় উন্নয়নের কাজ করতে চান তিনি। সত্য বলেন, তিনি এতদিন ধর্মকর্ম নিয়েই ছিলেন। এবার তিনি মানুষের সেবাকেই নিজের ধর্ম মানবেন।

[আরও পড়ুন:পুনর্নির্বাচনে বদলে গেল চিত্র, এগিয়ে থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে রাজগঞ্জে জয়ী বিজেপি][আরও পড়ুন:পুনর্নির্বাচনে বদলে গেল চিত্র, এগিয়ে থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে রাজগঞ্জে জয়ী বিজেপি]

English summary
A independent member of Panchayat joins in Trinamool Congress. He joins in TMC coming in victory rally,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X