For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতে শুতে যাবেন- কী যেন নড়ে উঠল কোণে! পেল্লাই জন্তুকে দেখে আত্মারাম খাঁচা

রাত তখন ১১টা। ডিনারের পর শুতে যাওয়ার তাড়া সবার মধ্যে। হঠাৎ চিৎকার- সাপ। বিশালাকার সাপ বেরিয়েছে বাড়িতে। ঘুম গেল উড়ে।

  • |
Google Oneindia Bengali News

রাত তখন ১১টা। ডিনারের পর শুতে যাওয়ার তাড়া সবার মধ্যে। হঠাৎ চিৎকার- সাপ। বিশালাকার সাপ বেরিয়েছে বাড়িতে। ঘুম গেল উড়ে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মর্দগঞ্জে প্রভাতকুমার গোলের বাড়িতে হুলুস্থূল পড়ে গেল। সাপটি জড়িয়ে গিয়েছে জালের সঙ্গে। এই যা রক্ষা। কী করবেন ওত বড় সাপকে নিয়ে- বুঝে উঠতে পারছিলেন না প্রভাতবাবু।

রাতে শুতে যাবেন- কী যেন নড়ে উঠল কোণে! পেল্লাই জন্তুকে দেখে আত্মারাম খাঁচা

বাধ্য হয়েই ফোন করলেন পুলিশকে। নামখানা থানায় ফোন করলেন তিনি। খবর দেওয়া হল বন দফতরকেও। এরই মধ্যে ময়াল সাপ ধরা পড়েছে বাড়িতে-এই খবর রটে গিয়েছ এলাকায়। ভিড় বেড়েছে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে। আতঙ্কের এই খবর পেয়ে চটজলদি প্রভাতকুমার গোলার বাড়িতে হাজির হয়েছেন পুলিশও।

এরপর রাতভর নামখানা থানার ওসি পাহারা দেন ওই প্রকাণ্ড সাপটিকে। সকালে আসে বন দফতররে কর্মীরা। তারা উদ্ধার করে নিয়ে যান সাপটিকে। বন দফতরের কর্মীরা জানান, সাপটি ১০ ফুটেরও বেশি লম্বা। আর অন্তত ৩০ কোজি ওজন হবে সাপটির। এরপর সাপটিকে ভগবতপুর ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।

প্রভাতবাবুর বাড়ির সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরেই ডিমের পেটি থেকে উধাও হয়ে যাচ্ছিল ডিম। কিছুতেই বোঝা যাচ্ছিল না কী ব্যাপার। এদিন বুদ্ধি করে জাল ছেঁড়া রেখে দেওয়া হয়।। সেই জালেই জড়িয়ে যায় বিশালাকার ময়াল সাপটি। উন্মোচন হয় ডিম-রহস্যের। ভীতিরও নিবৃত্তি ঘটে।

English summary
A huge python is recovered from a house of south 24 Pargana. Forest workers recover that after watch whole night by police,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X