For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্দেশখালিতে দুই হাজারের বেশি বাম-বিজেপি নেতা-কর্মীর যোগদান তৃণমূলে, একুশের আগে ধাক্কা বিরোধী শিবিরে

বসিরহাটে দুই হাজারের বেশি বাম-বিজেপি নেতা-কর্মীর যোগদান তৃণমূলে, একুশের আগে বড় ধাক্কা বিরোধী শিবিরে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বিরোধী দলে বড়সড় ভাঙন সুন্দরবনের সন্দেশখালি বিধানসভায়। বসিরহাটের সন্দেশখালি - দুই নম্বর ব্লকের কোড়াকাটি, খুলনা, সন্দেশখালি, দূর্গা মন্ডপ এই চারটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধান উপপ্রধান নেতা-নেত্রী কর্মী- কিছু সিপিএম সমর্থক মিলে প্রায় ২ হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এদিন।

দলে দলে তৃণমূলে যোগদান

দলে দলে তৃণমূলে যোগদান

এদিন ধামাখালিতে তাদের হাতে দলের দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি শেখ শাহাজান‌, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, জেলার শিক্ষা কর্মদক্ষ ফিরোজকামাল গাজী, সংখ্যালঘু নেতা সিদ্দিক মোল্লা। এদিন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের হাত থেকে পতাকা তুলে নেন সন্দেশ খালি বিজেপি দলের নেত্রী প্রীতিলতা মন্ডল, শিবানী রপ্তান,ভবেশ মন্ডল সহ অন্যান্যরা।

বিজেপিতে সম্মান নেই

বিজেপিতে সম্মান নেই

এদিন দল পরিবর্তন করে তৃণমূলে আগতরা জানিয়েছেন, 'বিজেপি দলের নিচু তলার নেতা-কর্মীদের কোনও সম্মান নেই। পাশাপাশি, বিজেপির প্রাক্তন জেলাসভাপতি বিকাশ সিংয়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা তছরুপের অভিযোগ বার বার দলকে জানিয়ে তাঁর লাভ হয়নি।

বিরোধী হয়ে লাভ হয়নি

বিরোধী হয়ে লাভ হয়নি

তাদের বক্তব্য, ক্ষমতায় আসার আগেই এই দল দুর্নীতিতে জড়িয়ে গেছে। আমরা কোনও কাজ করতে পারছি না, কাউকে বলতে পারছিনা, দলের স্বজনপোষণের এতটাই বেড়ে গেছে বলতে গেলে ভয় দেখানো হচ্ছে। এমনকি অনেক বিজেপি নেতারা ধর্ষণের মতো অপরাধে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।

মমতাকে দেখে দলবদল

মমতাকে দেখে দলবদল

এছাড়াও দল পরিবর্তনের কারণ হিসেবে জানান, যেভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ও সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ, পাকা রাস্তা, বাড়ি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যা গত বামফ্রন্ট সরকার এই পরিষেবা দেয়নি। তাই তার উন্নয়নের শরিক হতে এবং মানুষের পরিষেবা দিতে দলবদল করছি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সুন্দরবনের বিজেপির বড়োসড়ো ভাঙ্গন ২১ এর নির্বাচনে শাসকদলের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 দুই দফতরে সব থেকে বেশি ব্যর্থ মুখ্যমন্ত্রী! সুর চড়ালেন সায়ন্তন দুই দফতরে সব থেকে বেশি ব্যর্থ মুখ্যমন্ত্রী! সুর চড়ালেন সায়ন্তন

English summary
A huge portion of BJP CPM leaders joined tmc in Sandeshkhali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X