করোনা ভ্যাকসিন প্রয়োগের ৬ দিন পর মৃত্যু স্বাস্থ্যকর্মীর, কারণ জানতে ময়নাতদন্ত
কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ছ'দিন পর হরিয়ানার গুরুগ্রামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হল শুক্রবার। ভানগ্রোলার পিএইচসি সেন্টারের ৫৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী রাজবন্তীর মৃত্যু ঘটে। ১৬ জানুয়ারি শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। ১৩০ ঘণ্টারও বেশি সময় পরে শুক্রবার ভোরে দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

রাজবন্তীর পরিবারের তরফে জানা গিয়েছে, সকালে ঘুম থেকে ওঠেনি। তারপর তাঁকে তড়িঘড়ি মেদান্ত হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেদিন ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল, সেদিন তাঁর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না। তবে এখন পরিবারটি ভ্যাকসিন নিষিদ্ধ করার কথা জানিয়েছে। রাজবন্তীর ছেলে ভ্যাকসিনের বিরুদ্ধে গুরুগ্রামের নিউ কলোনি থানায় একটি এফআইআর দায়ের করেছে।
গুরগাঁওয়ের চিফ মেডিকেল অফিসার ডাঃ বীরেন্দ্র যাদব জানান, রাজবন্তীর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া অবধি তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে না। তাঁর মৃত্যু আদৌ করোনা ভ্যাকসিনের প্রয়োগে হয়েছে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা সম্পর্কে সঠিক তথ্য জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষ করতে হবে।