For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের চিকিৎসক মহলে এবার করোনার থাবা! বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০

রাজ্যে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হল এক চিকিৎসক। আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের সোয়াব টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। সেই নমুনা পজিটিভ এসেছে। এ

Google Oneindia Bengali News

রাজ্যে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হল এক চিকিৎসক। আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের সোয়াব টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। সেই নমুনা পজিটিভ এসেছে। একইদিনে রাজ্যে আরও এক প্রৌঢ়ের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হল ২০।

রাজ্যের চিকিৎসক মহলে করোনার থাবা! বাংলায় আক্রান্ত ২০

সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন কম্যান্ড হাসপাতালের ওই চিকিৎসক। তারপর তিনি কলকাতায় ফিরে চিকিৎসাও করেছিলেন। আর তাঁর শরীরের করোনার সংক্রমণে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে পেশায় অ্যানাস্থেটিস্ট হওয়ায় ক্রিটিক্যাল কেয়ারে তাঁকে অনেক রোগীর সংস্পর্শে আসতে হয়েছে।

এখন খতিয়ে দেখা হচ্ছে তিনি কীভাবে করোনা আক্রান্ত হলেন। কোনও রোগীর সংস্পর্শে এসে, নাকি দিল্লিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তা জানার চেষ্টা চলছে। ১৭ মার্চ তিনি দিল্লি থেকে ফেরেন। তারপর থেকেই নানা উপসর্গ দেখা দেয়। প্রথমে মনে হয়েছিলেন সিজিওনাল ফ্লু। কিন্তু নমুনা পরীক্ষা করে দেখা যায় করোনা পজিটিভ।

শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে হয়েছিল ১৮। এবার করোনা চিকিৎসকের শরীরে থাবা বসানোয় এবং আরও এক প্রৌঢ়ের শরীরে করোনা ভাইরাস মেলায় সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২০-তে। এদিকে নয়াবাদের প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। তাওঁর পরিবারের চারজনের শরীরে করোনা ভাইরাসের কোনও সংক্রমণ মেলেনি। রাজ্যের প্রথম তিন আক্রান্ত করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পথে।

English summary
A doctor is affected of Coronavirus in West Bengal after return from Delhi. In WestBengal also and West Bengal Corona attacked increased into 20.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X