গঙ্গানগরে রাসায়নিক গুদাম বিধ্বংসী আগুন, বিস্ফোরণে আতঙ্ক, জখম ৪ দমকলকর্মী
উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি : রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার গঙ্গানগরে। আগুন লাগার পরই পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। কেমিক্যালের ড্রাম ফেটে এমনই বিকট শব্দ হয় যে, এক কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়। ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন নেভাতে গিয়ে রাসায়নিক পদার্থের ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েন চারজন দমকলকর্মী। ১৪ ঘণ্টা পরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট হয়নি। তবে কারখানায় কোনও অগ্নিনির্বাপণ বব্যস্থা ছিল না। রাসায়নিক পদার্থ মজুত থাকাতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এলাকার আকাশ ছেয়ে যায় বিষাক্ত ধোঁয়ায়। খালি করে দেওয়া হয় আশেপাশের এলাকা। আগুন নেভাতে ফোম ব্যবহার করেন দমকলকর্মীরা।

ঘটনার পর থেকেই পলাতক গুদাম মালিক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে যান দমকলের ডিজি। বিশাল পুলিশ বাহিনীও উপস্থিত হয় এলাকায়। এলাকা ফাঁকা করতে থাকেন তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন ও বিস্ফোরণের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।