For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভালোবাসাই অপরাধ’- ফেসবুক পোস্টেই অজানা সম্পর্কের রহস্য, মর্মান্তিক পরিণতি সেনার

সিআরপিএফ ক্যাম্পের এক জওয়ান ফেসবুকে পোস্ট করেছিল- ‘ভালোবাসাই অপরাধ। সব শেষ।’ তারপর কেটে গিয়েছে দুদিন। সিআরপিএফ ক্যাম্পে হঠাৎ খবর এল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে জওয়ান।

  • |
Google Oneindia Bengali News

সিআরপিএফ ক্যাম্পের এক জওয়ান ফেসবুকে পোস্ট করেছিল- 'ভালোবাসাই অপরাধ। সব শেষ।' তারপর কেটে গিয়েছে দুদিন। সিআরপিএফ ক্যাম্পে হঠাৎ খবর এল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে জওয়ান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা করেছেন ওই জওয়ান। ঘরের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তরুণের।

ফেসবুক পোস্টে রহস্য তৈরির পরই মর্মান্তিক পরিণতি সেনার

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মধ্য বোরাগাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুজিত নামে ওই জওয়ান। সুজিতের ফেসবুক প্রোফাইল খুলে কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কথা জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররাও।

ফেসবুক মানসিক অবসাদজনিত বেশ কিছু পোস্ট দেখা গিয়েছে। এর মধ্যে একটি ছিল- ভালোবাসা অপরাধ। সব শেষ। তারপর আর কোনও পোস্ট ছিল না। দুদিন পরই জওয়ানের মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে সুজিত সিআরপিএফে যোগ দেন। ২০১২ সালে তাঁর বিয়ে হয়। বছর পাঁচেকের এক ছেলেও আছে তাঁর।

সুজিত কর্মসূত্রে বাইরে থাকতেন। তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে আলাদা ঘর ভাড়া করে থাকতেন। সুজিতের বাবা-মায়ের সঙ্গে তিনি থাকতেন না। সুজিত দুর্গাপুজোর আগেই ছুটিয়ে বাড়ি ফিরেছিলেন। পুজো শেষে তিনি যোগ দেন শিবিরে। তারপরই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

English summary
A CRPF jowan commits suicide after facebook post in Jalpaiguri. The body is recovered from CRPF camp.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X