For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে মমতার ব্যঙ্গচিত্র ভাইরাল! সুপার-ইম্পোজ ছবি পোস্ট করে শ্রীঘরে অভিযুক্ত

সুপার-ইম্পোজ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবির ‘স্রষ্টা’কে এবার শ্রীঘরে যেতে হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার দায়ে।

  • |
Google Oneindia Bengali News

সুপার-ইম্পোজ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবির 'স্রষ্টা'কে এবার শ্রীঘরে যেতে হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার দায়ে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংয়ের মুখও ওই ছবিতে সুপার ইম্পোজ করে বসানো হয়েছে।

ফেসবুকে মমতার ব্যঙ্গচিত্র ভাইরাল! সুপার-ইম্পোজ ছবি পোস্ট করে শ্রীঘরে অভিযুক্ত

[আরও পড়ুন:একমাত্র বামপন্থী তিনিই! কাকে নিয়ে বললেন মমতা, জানলে অবাক হবেন][আরও পড়ুন:একমাত্র বামপন্থী তিনিই! কাকে নিয়ে বললেন মমতা, জানলে অবাক হবেন]

অন্যের ছবিতে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন অভিযুক্ত। ওই ব্যঙ্গচিত্র মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছিল। এরপরই মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল অভিযোগ করে প্রশান্ত কুণ্ডু নামে এক সিপিএম কর্মী ওই ছবি ফেসবুকে পোস্ট করে। তারপরই ভাইরাল হয় ছবিটি। প্রশান্তকে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল।
বলাগড়ের গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই অভিযোগে বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এরপরই বলাগড় থানার পুলিশ আটক করে প্রশান্ত কুণ্ডুকে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাঁকে আদালতেও পেশ করে পুলিশ।

বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই ছবি মোবাইলে মোবাইলে ঘুরছিল। যে ছবিতে খুবই অবমাননাকরভাবে দেখানো হয়্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওখানে একটি ছবিতে মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের মুখ সুপার ইম্পোজ করে বসানো হয়েছে। মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনারকে নিয়ে এরকম অসভ্যতা বরদাস্ত করা যায় না বলেই আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি।

[আরও পড়ুন:পাল্টা দিলেন মমতা! রাহুল গান্ধীকে কোন বার্তা, জেনে নিন][আরও পড়ুন:পাল্টা দিলেন মমতা! রাহুল গান্ধীকে কোন বার্তা, জেনে নিন]

ধৃত ব্যক্তি একজন সিপিএম কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। এই ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে পোস্ট করার পরই ভাইরাল হয়। এই ছবিকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করতে শুরু করেছিল সিপিএম-বিজেপিসহ বিরোধী দলের সমর্থকরা।

English summary
A CPM worker is arrested to post a super imposed picture of Mamata Banerjee on face book. This caricature is viral on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X