For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কুরুচিকর ছবি ফেসবুকে! কুৎসার পোস্টে গ্রেফতার দিলীপ-ঘনিষ্ঠ বিজেপিকর্মী

ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করে গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী।

  • |
Google Oneindia Bengali News

ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করে গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। পশ্চিম মেদিনীপুরের বিজেপি কর্মী বাবুয়া ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নিয়ে কুরুচিকর ছবি পোস্ট করেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত কুৎসা রটান বলেও অভিযোগ।

মমতার কুরুচিকর ছবি ফেসবুকে! কুৎসার পোস্টে গ্রেফতার দিলীপ-ঘনিষ্ঠ বিজেপিকর্মী

বাবুয়া নিজের ফেসবুক ওয়ালে ওই কুরুচিকর ছবি পোস্ট করেছিলেন। তারপর মুখ্যমন্ত্রীর নামে ব্যক্তিগত কুৎসা জারি রাখায় থানায় অভিযোগ দায়ের করেন জনৈক এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাবুয়াকে গ্রেফতার করা হয় এবং তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। যে সমস্ত প্রোফাইল থেকে এ ধরনের কুৎসা রটানো হয়েছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: বাগরিতে বিক্রি হয়েছে সিঁড়ি-বাথরুমও! ভয়াবহ অগ্নিকাণ্ডে জার্মানি থেকে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন: বাগরিতে বিক্রি হয়েছে সিঁড়ি-বাথরুমও! ভয়াবহ অগ্নিকাণ্ডে জার্মানি থেকে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

পশ্চিম মেদিনীপুরের শালবনির শৌলা গ্রামের বাসিন্দা বাবুয়া। তিনি বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তাঁর ছবি রয়েছে ফেসবুক ওয়ালে। নিজেকে তিনি বিজেপি কর্মী হিসেবেই পরিচয় দেন। এলাকাতেও তিনি বিজেপির কর্মী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, যে-ই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই ধরনের কুৎসা করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃত করে কুৎসা-অপপ্রচার বাড়ছে, যার জেরে উদ্বিগ্ন প্রশাসনও।

[আরও পড়ুন: বিজেপিতেও শুরু আদি বনাম নব্য দ্বন্দ্ব! দিলীপ-নিগ্রহে কি তবে দলেরই নেতার দলবল][আরও পড়ুন: বিজেপিতেও শুরু আদি বনাম নব্য দ্বন্দ্ব! দিলীপ-নিগ্রহে কি তবে দলেরই নেতার দলবল]

[আরও পড়ুন:এবার কংগ্রেসে ভাঙন কি জঙ্গলমহলের জেলায়! হেভিওয়েট নেতার পদক্ষেপে জল্পনা][আরও পড়ুন:এবার কংগ্রেসে ভাঙন কি জঙ্গলমহলের জেলায়! হেভিওয়েট নেতার পদক্ষেপে জল্পনা]

English summary
A BJP worker is arrested to post a unseemly picture of Mamata Banerjee. Two chief minister Mamata Banerjee and Nabin Pattanayak were on this pictures
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X