For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ - এই বার্তাই দিল উলুবেড়িয়ার স্থাপত্য কর্মশালা

সম্প্রতি উলুবেড়িয়া শিল্প বিকাশ কেন্দ্রে, কলেজ অব আর্কিটেকচার - ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশনের উদ্যোগে একটি ৩ দিনের স্থাপত্য কর্মশালার আয়োজন করা হয়েছিল।

Google Oneindia Bengali News

স্থাপত্যবিদ্যা শুধু বই খাতা পেনসিলের গণ্ডিতে আবদ্ধ নয়। বরং বেশিরভাগটাই কল্পনা ও তার প্রকাশের। স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের কল্পনাশক্তির স্ফুরণ দরকার। সেকথা মাথায় রেখেই সম্প্রতি ওমদয়াল গ্রুপ অব ইন্সটিটিউশনের কলেজ অব আর্কিটেকচার, 'আর্কিটেকচার অব দ্য টাইম' শীর্ষক তিন দিনের এক স্থাপত্য কর্মশালার আয়োজন করেছিল। উলুবেড়িয়া শিল্প বিকাশ কেন্দ্রে ওম দয়াল কলেজের ক্যাম্পাস। গত বুধবার থেকে শুক্রবার সেখানেই চলে এই কর্মশালা।

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

বুধবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্নবীকরণ শক্তি কলেজের চেয়ারম্যান ড. এসপি গণ চৌধুরী। তিন দিনের এই শিবিরে ওম দয়াল কলেজ অব আর্কিটেকচারের ছাত্রছাত্রীরা তো ছিলেনই, তাঁদের সঙ্গে য়োগ দিয়েছিলেন আরও সাতটি আর্কিটেক্ট কলেজের ছাত্রছাত্রীরাও। প্রায় ২০০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আর্কিটেকচার কলেজের অধ্যক্ষ কল‍্যাণ কুমার মুখোপাধ্যায়। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, অসম, সিকিমের মতো রাজ্যগুলি থেকেও শিক্ষার্থীরা এই কর্মশালায় যোগ দিয়েছিলেন।

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

ওয়ার্কশপের বুধবারের কর্মসূচী ছিল মূলত নকশা কল্পনা ও স্থাপত্য শিল্পে আলোর ব্যবহার নিয়ে। ভিডিও উপস্থাপনার সঙ্গে সঙ্গে হাতে কলমেও বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়। বৃহস্পতিবার দিনটি ছিল স্থাপত্য বিদ্যা ও স্থাপত্যরীতি নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার জন্য বরাদ্দ। প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করে। বন্ধুত্বপূর্ণ হলেও প্রতিযোগিতার উৎকর্ষে যথেষ্ট উত্তেজনায় ভরা ছিল সেই ক্যুইজ। শেষদিনে আটটি কলেজের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন প‍্যানেল ডিসকাশনে। শুক্রবার কলকাতার রোটারি সদনে ওমদয়াল কলেজের শিক্ষার্থীদের সারা বছরের কাজের উপর এক প্রদর্শনীর ও আয়োজন করা হয়েছিল। এছাড়া একটি সেমিনারেও অংশ নেন শিক্ষার্থীরা।

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

কল্যাণবাবু জানান প্রত্যেক বছরই এই কর্মশালার আয়োজন হয়। শুরু হয়েছিল ২০১৫ সালে। সেই থেকে পরপর চার বছর তাঁরা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। তাঁর মতে, স্থাপত্য শিল্পের নকশা অনেকটাই কল্পনার উপর নির্ভরশীল। তাই শিক্ষার্থীদের কল্পনাশক্তিকে আরও উসকে দিতে তাঁরা সবসময়ই চেষ্টা করেন। এই ধরণের কর্মশালায় সেই কাজটাই হয়। এবারের কর্মশালার একটা বড় অংশ জুড়ে ছিল স্থাপত্যশিল্পে আলোর ব্যবহার। সে'সম্পর্কে আর্কিটেকচার কলেজের অধ্যক্ষ বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্থাপত্য মানে শুধু তো ভবন নির্মাণ নয়। একটা শহরের ইতিহাস, সেই শহরের ঐতিহ্য এসব কিছু মাথায় রাখতে হয়। সেসবের সঙ্গে আধুনিকীকরণের সংমিশ্রণেই এগিয়ে চলে স্থাপত্যশিল্প।'

পুঁথিগত বিদ্যা নয়, চাই কল্পনা ও তার স্ফুরণ

English summary
Recently a 3-day architeture workshop was organised by the College of Architecture - OmDayal Group of Institutions at Uluberia Industrial Growth Center.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X