For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরাক্রম দিবসকে স্মরণীয় করে রাখতে ১২৫ ফুটের নেতাজি প্রতিকৃতি দুর্গানগরে

পরাক্রম দিবসকে স্মরণীয় করে রাখতে ১২৫ ফুটের নেতাজির প্রতিকৃতি তৈরি করা হল দুর্গানগরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে দুর্গানগরে নবারুণ সংঘের উদ্যোগে নেতাজীর ১২৫ ফুটের প্রতিকৃতি তৈরি করা হল।

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

পরাক্রম দিবসকে স্মরণীয় করে রাখতে ১২৫ ফুটের নেতাজির প্রতিকৃতি তৈরি করা হল দুর্গানগরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে দুর্গানগরে নবারুণ সংঘের উদ্যোগে নেতাজীর ১২৫ ফুটের প্রতিকৃতি তৈরি করা হল। বিভিন্ন রঙের প্রায় ১০ লক্ষ গাঁদা ফুল দিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে স্পোর্টিং ক্লাবের মাঠে।

পরাক্রম দিবসকে স্মরণীয় করে রাখতে ১২৫ ফুটের নেতাজি প্রতিকৃতি

এদিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য গত কাল রাত থেকে ফুল দিয়ে প্রতিকৃতি তৈরির কাজ শুরু হয়। রাত জেগে উদ্যোক্তারা ১২৫ ফুটের নেতাজির আবক্ষ প্রতিকৃতি তৈরি করা হয়। দুর্গানগর নবারুণ সংঘের সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী কে স্মরণীয় করে রাখতে স্পোর্টিং ক্লাবের মাঠে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাওড়ার মল্লিক বাজার থেকে 5 লক্ষ গাঁদা ফুলের মালা কেনা হয়। এরপর সারারাত ধরে স্থানীয় বাসিন্দারা এবং ক্লাবের সদস্যরা নেতাজির প্রতিকৃতিতে তৈরি করায় সাহায্য করে। শনিবার সকাল দশটা নাগাদ নেতাজি আবক্ষ প্রতিকৃতি তৈরি হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এই অভিনব উদ্যোগ এর সাক্ষী থাকতে হাজির হয় স্পোটিং ক্লাবের প্রাঙ্গণে।

English summary
A 125-foot-tall portrait of Netaji created to commemorate the day of might.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X