For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের ৯০ শতাংশ অটোই বেআইনি, স্বীকার করলেন পরিবহণ মন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা
কলকাতা, ১৪ জুন: সারা রাজ্যে যত অটো চলে, তার ৯০ শতাংশই বেআইনি। বিধানসভায় দাঁড়িয়ে এ কথা বললেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তবে এই বেআইনি অটো বন্ধ করতে সরকার কোনও পদক্ষেপ নেবে কি না, তা খোলসা করেননি তিনি।

গতকাল বিরোধীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কলকাতা-সহ বাকি রাজ্যে যে অটোরিকশাগুলি চলে, তার ৯০ শতাংশই বেআইনি। এদের কোনও বৈধ কাগজপত্র নেই। এরাই রাস্তায় নানা ধরনের গণ্ডগোল পাকায়।" পাশাপাশি, রাজ্যের সার্বিক পরিবহণ ব্যবস্থার হাল যে কতটা করুণ, তা মদনবাবুর কথা থেকে পরিষ্কার হয়েছে। তিনি জানিয়েছেন, পরিবহণের জন্য বেসরকারি যানবাহনের ওপরই নির্ভর করতে হয়। রাজ্যে সরকারি বাসের সংখ্যা যেখানে ২৪৪১, সেখানে বেসরকারি বাস হল ৩৬,৮৯৩টি। চেষ্টা করা হচ্ছে আরও বেশি সরকারি বাস নামানোর। এ জন্য পুজোর আগেই কলকাতা ও শহরতলিতে ৪০০টি নতুন বাস নামাবে সরকার।

মদন মিত্র জানিয়েছেন, অটোয় 'হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট' বসানোর প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুলাই থেকে। এ ব্যাপারে ডান-বাম, সব অটো ইউনিয়নই সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ১ জুলাই থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মোটর ভেহিকলস দফতরের বেলতলা অফিসে। আর নতুন নম্বর প্লেট সংগ্রহ করতে হবে দফতরের কসবা অফিস থেকে। এ ছাড়াও কলকাতায় আরও সাড়ে তিন হাজার ট্যাক্সির পারমিট দেওয়া হবে।

ঘনিষ্ঠ মহলে মদনবাবু বলেছেন, বেআইনি অটোর দৌরাত্ম্যে সাধারণ যাত্রীরা হয়রান হন, এটা সত্যি ঘটনা। তাই তিনি অটোরাজের বিরুদ্ধে এক সময় রাস্তায় নেমেছিলেন। কিন্তু তাঁর ওপর নাকি চাপ এসেছিল। ফলে বাধ্য হয়ে তাঁকে গুটিয়ে যেতে হয়। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর অধিকাংশই অটোই এখন শাসক দলের নেতাদের ছত্রছায়ায় রয়েছে। তাই পুলিশও চোখে ঠুলি দিয়ে বসে আছে।

English summary
90 per cent auto plying on Bengal roads are illegal, admits transport minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X