For Quick Alerts
For Daily Alerts
রাস্তায় ফুচকা খেয়ে অসুস্থ ৭০ শিশু

স্থানীয় সূত্রে খবর, একটি স্কুলের শিশুরা টিফিনের সময় গতকাল দুপুরে ফুচকা খায়। কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করে। পেটে ব্যথা, বমি, উদরাময় শুরু হয়। ওই ৭০ জনকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৪০ জনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিক করা হয়। এদের অবস্থা গুরুতর হলেও প্রাণের ভয় নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশা, খুব শীঘ্র সবাই সুস্থ হয়ে উঠবে।
অনুমান করা হচ্ছে, ফুচকায় যে আলু ও তেঁতুল জল ব্যবহার করা হয়েছিল, তা থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। ঠিক সময়ে আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। ফুচকাওয়ালার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।