For Quick Alerts
For Daily Alerts
মালদহে ধৃত ২ বাইক চোর, উদ্ধার ৭টি মোটরবাইক

চোর অপবাদে সালিশি সভায় ধার্য টাকা না দেওয়ায় গণপ্রহার যুবককে
মালদহের গ্রিনপার্ক এলাকায় অভিযান চালিয়ে দুই মোটর বাইক চোরকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিস। উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরবাইকও। এলাকায় প্রায়ইন মোটরবাইক চুরির ঘটনা ঘটত। তারপরেই তৎপর হয় পুলিস। শনিবার রাচতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের গ্রিনপার্ক এলাকায় তল্লাশি চালায় পুলিস।

ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ইমরান শেখ (৩৭) ও তারিকুল ইসলাম (২৩)। রবিবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
[ অবৈধ শব্দবাজি উদ্ধার শিলিগুড়িতে]