For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝড় থামা না পর্যন্ত সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর! সরানো হল ৬৭ হাজারেরও বেশি মানুষকে

ঝড় থামা না পর্যন্ত সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর! সরানো হল ৬৭ হাজারেরও বেশি মানুষকে

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ শক্তি বাড়াচ্ছে সিতরাং। উত্তর-উত্তর-পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে সাইক্লোন সিতরাং। ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া দফতর পূর্বাভাস পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে যাওয়ার কথা বললেও, বর্তমানে তা আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ অক্টোবর ভোরের দিকে তা বরিশালের কাছে তিনকোনা এহং সন্দীপের মধ্যবর্তী জায়গা অতিক্রম করবে। তবে বাংলার উপকূল সিতরাংয়ের কারণে উত্তাল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সতর্ক নবান্ন

সতর্ক নবান্ন

আর সেই আশঙ্কাতেই গত কয়েকদিন ধরেই সতর্ক নবান্ন। ইতিমধ্যে উপকূল এলাকা থেকে বহু মানুষকে সরিয়েছে প্রশাসন। এমনকি প্রতি মুহূর্তে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার কাজ প্রশাসনের তরফে করা হয়েছে। এমনকি নবান্নের নির্দেশে সমস্ত যায়গাতেই পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। এছাড়াও উপকূলবপরতী এলাকাগুলিতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

মুখ্যমন্ত্রীর নজরে সিতরাং

আজ কালীপুজো। আলোর উৎসবে গোটা বাংলা। কালীপুজোতে মেতে উঠেছে গোটা বাংলা। কালীপুজোতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে পুজো হয়। সেই পুজোতে ব্যস্ত থাকলেও প্রতি মুহূর্তে প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রতি মুহূর্তের কার্যত খবর নিচ্ছেন তিনি। পরে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত যা খবর বাংলাদেশে এটি আছড়ে পড়বে। তবে ইতিমধ্যে বহু মানুষকে সরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাঁরা যাতে এখনই না বাড়ি ফিরে যান তা নিয়ে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যতক্ষণ না ঝড় সম্পূর্ন ভাবে থেমে যায় ততক্ষণ সতর্ক থাকার কথা বলেছেন তিনি।

কত মানুষকে সরানো হয়েছে?

কত মানুষকে সরানো হয়েছে?

ইতিমধ্যে বহু মানুষকে উপকূল থেকে সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিতারাংয়ের জন্যে মোট ৬৭৯৭৩ জনকে সরানো হয়েছে। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা থেকে ২৩ হাজার ৪৫৭ জনকে।

১৯ হাজার ৩২৪ জনকে উত্তর ২৪ পরগণা থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও

২৪৯২২ পূর্ব মেদিনীপুর থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুরো পরিস্থিতির জন্যে সতর্ক রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। এমনটাই খবর।

এক নজরে আবহাওয়া?

এক নজরে আবহাওয়া?

উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলায়।

মধ্যরাতে ল্যান্ড ফল, সিতরাংয়ের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ, কন্ট্রোলরুমে নজরদারি ফিরহাদ হাকিমেরমধ্যরাতে ল্যান্ড ফল, সিতরাংয়ের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ, কন্ট্রোলরুমে নজরদারি ফিরহাদ হাকিমের

English summary
67000 people removed as Cyclone Sitrang is coming towards coastal area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X