For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদে জুম্মার নামাজ পড়ার ঘটনায় ইমাম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু শুক্রবার লকডাউনের মধ্যেই মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে জুম্মার নামাজ পড়তে বড়ঞা থানার গোপীপুরের এক মসজিদে ভিড় জমান হাজারেরও বেশি মানুষকে জমায়েত হতে দেখা যায়। ঘটনায় মসজিদের ইমাম সহ মোট ৫০ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আইন ভাঙার অভিযোগে মামলা রুজু করা হল বড়ঞা থানার তরফে।

জুম্মার নামাজ পড়ার ঘটনায় ইমাম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

প্রসঙ্গত, দিল্লি নিজামুদ্দিনের কায়দায় শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার গোপীপুর মসজিদে হাজার লোকের জমায়েতের ছবি প্রকাশ্যে আসে। যেখানে পুলিশ প্রশাসন থেকে সচেতন করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, সেখানে সামাজির দূরত্ব মানা তো দূরের কথা, কারও মুখে মাস্ক পর্যন্ত নেই।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। কান্দির এসডিপিও কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। জমায়েতকারীদের ছত্রভঙ্গ করা হয়।

পাশাপাশি, মসজিদের ইমামকে ডেকে আগামী দিনে এই ধরনের জমায়েত করলে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। চাপে পড়ে গ্রামবাসীদের সামনে ইমাম ঘোষণা করেন, করোনা পরিস্থিতিতে সতর্ক থাকতে লকডাউন চলাকালীন বাড়িতে বসে নামাজ পড়ার। ঘটনার পরদিনই ইমামসহ ৫০ জনের বিরুদ্ধে আইন ভাঙ্গার মামলা রুজু করেছে প্রশাসন।

যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতির উপর নির্ভর করে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু জানানো সম্ভব নয়।

English summary
50 including imam booked for attending friday namaz amid coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X