For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে আসছে রাফায়েল, জায়গা পাবে বাংলার বিমানঘাঁটিতে

এক দফা রাফাবেল ভারতে এসেছে আগেই। এবার আরও এক পর্ব রাফায়েল আনা হচ্ছে। আর তা উত্তরবঙ্গে রাখা হবে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে ফের আসবে রাফায়েল যুদ্ধবিমান।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি: এক দফা রাফাবেল ভারতে এসেছে আগেই। এবার আরও এক পর্ব রাফায়েল আনা হচ্ছে। আর তা উত্তরবঙ্গে রাখা হবে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে ফের আসবে রাফায়েল যুদ্ধবিমান।

হাসিমারা এয়ারফোর্স স্টেশনে রাখা হবে বিমানগুলি

আলিপুরদুয়ারের হাসিমারা যুদ্ধবিমান ঘাঁটিতে রাখা হবে সেই বিমানগুলি। এর আগে গত বছরের জুলাই মাসে প্রথম দফার রাফায়েল যুদ্ধবিমান আসে ভারতে। সেপ্টেম্বরে সেগুলি আম্বালা যুদ্ধবিমান ঘাঁটিতে রাখা হয়। 'Golden Arrows' স্কোয়াড্রনে যুক্ত হয় সেগুলি।

২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্ত করে ভারত। এরপর নভেম্বরে বায়ুসেনার ক্ষমতা বাড়াতে আরও ৩টি রাফাল ভারতে আসে। গুজরাতের জামনগর ঘাঁটিতে ৩টি বিমানকে অবতরণ করানো হয়। ১৯৯৭ সালে শেষবার রাশিয়ার থেকে সুখোই বিমান কিনেছিল ভারত। ফ্রান্স থেকে আসার পরেই পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং লাদাখ অঞ্চলেও রাফাল উড়েছে।

প্রায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফ্রান্স থেকে ভারতে আসে প্রথম দফার এই রাফায়েল যুদ্ধবিমান। অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আকাশের মধ্যে স্বয়ংসংক্রিয় পদ্ধতিতে জ্বালানি ভরার কাজ করে নিতে পারবে। রাফায়েল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। যার মধ্যে এয়ার-টু- এয়ার এবং স্কাল্প ক্রুইস ক্ষেপণাস্ত্রও রয়েছে।

English summary
5 rafael aircraft is coming to India to be inducted at Hasimara Air Force station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X