For Quick Alerts
For Daily Alerts
খড়গপুরে গ্যাস সিলিন্ডার ফেটে একই পরিবারের পাঁচ সদস্য জখম
গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়েছে একই পরিবারের পাঁচ সদস্য। ঘটনাটি ঘটেছে খড়গপুরের সাঁকোটি গ্রামে। রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং তার বিকট আওয়াজ শুনতে পান আশেপাশের মানুষ। এই ঘটনায় গুরুতর জখম হন বছর দশেকের এক শিশু সহ ওই পরিবারের ৫ সদস্য।
স্থানীয় বাসিন্দারাই তাদের তড়িঘড়ি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে দমকল বাহিনী আসে। তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পূর্ব মেদিনীপুর : এক মাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবে অমিত শাহ, মন্তব্য দিলীপের
বুধবার থেকে চালু লোকাল ট্রেন, জেনে নিন প্রথম ও শেষ ট্রেনের সম্ভাব্য সময়