For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে মোতায়েন হচ্ছে আরও পাঁচ কোম্পানি বাহিনী, ১০০ শতাংশই স্পর্শকাতর বলছে কমিশন

রাত পোহালেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিরোধীদের ২-০ তে গোল দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল। পালটা নিজেদের গড় আগলে রাখতে মরিয়া বিজেপি। আর স

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিরোধীদের ২-০ তে গোল দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল। পালটা নিজেদের গড় আগলে রাখতে মরিয়া বিজেপি।

আর সেই টার্গেট নিয়ে অগ্নিমিত্রা পালের হয়ে একেবারে আসানসোলে পড়ে থেকেছে বঙ্গ বিজেপি নেতারা। এমনকি দিল্লি থেকেও নেতারা এসে প্রচার সেরেছেন। বালিগঞ্জের ক্ষেত্রেও ছবিটা এক। সেখানেও ডান-বাম একেবারে মাটি কামড়ে প্রচার করেছে।

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কড়া নজরদারি রয়েছে কলকাতা পুলিশেরও। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৭ টি থানা এলাকায় রয়েছে ৩০০ টি বুথ ও ১১৮ টি কেন্দ্র। সব মিলিয়ে মোতায়েন রয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। অন্যদিকে আসানসোলে রাজ্য পুলিশের তরফেও কড়া নিরাপত্তা'র ব্যবস্থা করা হয়েছে।

ভোট ঘিরে অশান্তির আশঙ্কা

ভোট ঘিরে অশান্তির আশঙ্কা

তবে এই ভোট ঘিরে ক্রমশ চড়ছে আশঙ্কা। আসানসোলে উপ নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকেই অভিযোগ-পালটা অভিযোগ শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ব্যানার পোস্টার লাগাতে দেওয়া হয়নি। এমনকি যা লাগানো হয়েছিল সেগুলিও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এছাড়াও পুলিশের একাংশকে দিয়ে বিজেপি নেতা-কর্মীদের ভয় দেখানো এবং হেনস্তার অভিযোগ বিজেপির। এই অবস্থায় ভোটের দিনে কি হবে তা নিয়েই আতঙ্কিত বিরোধীরা।

সতর্ক নির্বাচন কমিশন

সতর্ক নির্বাচন কমিশন

তবে বাংলার দুই কেন্দ্রে উপ নির্বাচন নিয়ে বিশেষ সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে আসানসোল উপ নির্বাচন নিয়ে বিশেষ সতর্ক কমিশন। ইতিমধ্যে দুই থানার ওসিকে বদল করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে ধরেই আসানসোলের বিভিন্ন অংশে এরিয়া ডোমিনেশনের কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। বালিগঞ্জেও এরিয়া ডোমিনেশনের কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেক বুথেই ভিভিপ্যাট থাকবে বলেও জানানো হয়েছে।

আসানসোলের ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

আসানসোলের ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

আসানসোল নিয়ে বিশেষ চিন্তিত কমিশন। আর তাই ভোটের দিন আরও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে আসানসোলের সাতটি বিধানসভাতে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজ করবে মঙ্গলবার। শুধু তাই নয়, আসানসোলের ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর বলে জানাচ্ছে কমিশন। ফলে বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে বালিগঞ্জ-আসানসোল মিলিয়ে মোতায়েন হচ্ছে ১৩৮ কোম্পানি বাহিনী ।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

আসানসোল বিজেপির শক্তঘাঁটি। বালিগঞ্জ প্রয়াত তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের খাসতালুক। আর সেখানেই বড় পরীক্ষা বিজেপি থেকে যাওয়া বাবুলের কাছে। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম মাটি কামড়ে পড়ে থেকেছেন এই কেন্দ্রে। বিজেপির কেয়া ঘোষও বড় ফ্যাক্টার হতে পারে। অন্যদিকে আসানসোলে হাড্ডাহাড্ডির লড়াইয়ের ইঙ্গিত অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে।

English summary
5 company more central force at Asansol for by election, election commission marked 100 percent booth as sensitive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X