For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরে ২ বছর পর ফিরতে চলেছে ফোর-জি ইন্টারনেট পরিষেবা, খুশির খবর ভূ-স্বর্গে

প্রায় দুই বছর বন্ধ থাকার পর শেষপর্যন্ত পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু করা হয়েছে। শুক্রবার একটি টুইট বার্তায় জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল ঘোষণা করেছেন সে কথা।

  • |
Google Oneindia Bengali News

প্রায় দুই বছর বন্ধ থাকার পর শেষপর্যন্ত পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু করা হয়েছে। শুক্রবার একটি টুইট বার্তায় জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল ঘোষণা করেছেন সে কথা। সূত্রের খবর, ফোর-জি ইন্টারনেট পরিষেবা শুক্রবার মধ্যরাত থেকে ফের চালু হয়ে যাবে।

জম্মু-কাশ্মীরে ২ বছর পর ফিরতে চলেছে ফোর-জি ইন্টারনেট পরিষেবা

৪-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরো জন্মু-কাশ্মীর এলাকার জন্যই পুনরুদ্ধার করা হচ্ছে। তবে প্রিপেইড সিম কার্ডধারীদের পোস্ট-পেইড সংযোগের জন্য প্রযোজ্য নিয়ম অনুসারে যাচাইকরণের পরেই ইন্টারনেট সংযোগ অ্যাক্সেস করতে পারবে। তা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি জানিয়েছেন, বিশেষ কমিটির পরামর্শ এবং সামগ্রিক সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করে ৪জি ইন্টারনেট পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল ডেটা পরিষেবা এবং ফিক্সড লাইন ইন্টারনেট সংযোগের বিধি প্রত্যাহার করে সরকারি বিজ্ঞপ্তিতে পোস্ট-পেইড সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভঊ-স্বর্গে ৪জি ইন্টারনেট আবার চালু হওয়ার খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন, "৪জি মোবারক! ২০১৯-এর অগাস্টের পর প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরে ৪জি মোবাইল ডেটা থাকবে। এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারে।

জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ২০১৯-এর ৫ অদাস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের কথা ঘোষণার আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর্টিকেল ৩৭০ বাতিল করার ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা চলে গিয়েছিল। এবং এটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল।

সরকার জম্মু ও কাশ্মীরে দ্রুতগতির ইন্টারনেটকে সীমাবদ্ধ করার কারণ হিসাবে বলেছিল, বিচ্ছিন্নতাবাদী শক্তি ও পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদীরা এই পরিষেবাকে ব্যবহারহ করে হিংসা ছড়াতে পারে। ২০২০-র অগস্টে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়টি তদন্তকারীরা বিবেচনা করুক।

English summary
4G mobile internet services restored in entire Jammu and Kashmir after two years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X