For Daily Alerts
পুরভোটের আগে দলবদলের হিড়িক, বালুরঘাটে তৃণমূলে যোগ ৩৭টি পরিবারের
পুরভোট এগিয়ে আসতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের রাজনীতি। বালুরঘাটে আর এস পি দল ছেড়ে তৃণমূলে যোগদান করল ৩৭টি পরিবার। পুর ভোটের আগেই শহরের ছয় নম্বর ওয়ার্ডে আরএসপিতে ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে।

গতকাল একটি সভায় আরএসপি থেকে ৩৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । এদিন তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের টাউন সভাপতি সুভাষ চাকি । কিছু দিন আগে এই ওয়ার্ডের ৩০ টি পরিবার আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও। তৃণমূল দলে ৩৭টি পরিবার যোগ দেওয়া শক্তি বাড়লো তৃণমূল দলের। ওয়ার্ড নেতৃত্বেরা জানান আগামী দিনে আমাদের দল আরো শক্তিশালী হবে। ইতিমধ্যেই বিভিন্ন পুর এলাকায় ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসক দল। পুরভোটকে পাখির চোখ করেছে বিেজপিও।