For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়গ্রামে বিদ্যু‌ৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু

ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনটি হাতির। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে ২০টি হাতির একটি দল।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনটি হাতির। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে ২০টি হাতির একটি দল। বিনপুরের কুশবনির জঙ্গল থেকে বেলপাহাড়ির দিকে যাচ্ছিল হাতিগুলি। সেসময় সাতবাঁকি এলাকার কাছে ১১ হাজার ভোল্টের ঝুলে থাকা হাইভোল্টেজ তার তিনটি দাঁতাল হাতির গয়ে লাগে। সেখানেই প্রচন্ড চিৎকার শুরু করে হাতিগুলি। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ে যায় তারা।

ঝাড়গ্রামে বিদ্যু‌ৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু

গ্রামবাসীদের কাছে খবর পেয়ে বুধবার ভোরবেলাতেই ঘটনাস্থলে হাজির হয়ে যায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় ফের বিদ্যুৎ দপ্তর এর উদাসীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তার গুলি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ দফতর কোনও নজর দেয়নি।

এক বছর আগে মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে একই ভাবে দীর্ঘদিনের ঝুলে থাকা বিদ্যুতের তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুই দাঁতাল হাতির। তার পরেও হুঁশ ফেরেনি বিদ্যুৎ দফতরের। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা।

English summary
‌3 elecphant electricuted at Jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X