For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত চালক, গার্ডরা, বাতিল শিয়ালদহ শাখার বাতিল ২৯টি লোকাল ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা

করোনা আক্রান্ত চালক, গার্ডরা, বাতিল শিয়ালদহ শাখার বাতিল ২৯টি লোকাল ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছে রেলের একের পর এক চালক ও গার্ড। পরিস্থিতি বিবেচনা করে শিয়ালদহ শাখায় ২৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।এর আগে হাওড়া শাখায় ৩৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল ওইএকই কারণে। করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া স্টেশনের একাধিক টিটিও। পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকেই তৎপর হয়েছে পূর্বরেল। মাস্ক ছাড়া ট্রেনে অথবা স্টেশনে ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে।

স্কুল ছুটি

স্কুল ছুটি

করোনা সংক্রমণ বেড়ে চলায় এগিয়ে আনা হল গরমের ছুটি। আগামিকাল থেকেই রাজ্যের সব সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিকেলে বিবৃতি জারি করে স্কুল গুলিতে ছুটি ঘোষণার কথা জানানো হবে। করোনা পরিস্থিতির মধ্যে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেিণর স্কুল চলছিল। অন্যান্য বোর্ড দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেেছ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। জুন মাসে পরীক্ষা হওয়ার কথা।

লোকাল ট্রেন বাতিল

লোকাল ট্রেন বাতিল

করোনা সংক্রমণের কারণে শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শিয়ালদহ শাখার একাধিক ড্রাইভার ও গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে সব ট্রেনের চালক পাওয়া যাচ্ছে না। চালক ও গার্ড সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে শিয়ালদহ শাখার ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
ফলে প্রবল সংকটে পড়বেন অফিস যাত্রীরা। এতে যাত্রীদের ভিঁড় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওড়ায় বাতিল ট্রেন

হাওড়ায় বাতিল ট্রেন

করোনা পরিস্থিতির কারণে হাওড়া শাখাতে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেখানেকারণ সেই একই। করোনা আক্রান্ত হয়েছেনএকাধিক চালক গার্ড। যার কারণে ট্রেন চালানোর মত পর্যাপ্ত চালক পাওয়া যাচ্ছে না। একাধিক টিকিট পরীক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

মাস্ক না পরলে জরিমানা

মাস্ক না পরলে জরিমানা

করোনা সংক্রমণ বেড়ে চলায় মাস্ক না পরলে মোটা টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল।ট্রেনে অথবা স্টেশনে করোনা সংক্রমণের কারণে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ট্রেনে এবং স্টেশনে মাস্ক ছাড়া ঘুরলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে পূর্বরেল। সেকারণে আরপিএফকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।

করোনার জেরে ভেঙে পড়ার মুখে দিল্লির স্বাস্থ্য পরিষেবা, ছয়দিনের লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের করোনার জেরে ভেঙে পড়ার মুখে দিল্লির স্বাস্থ্য পরিষেবা, ছয়দিনের লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

English summary
29 Locals train canceled due to Coronavirus infected drivers and guards in Shealdha divition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X